জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স তৃতীয় রিলিজ স্লিপে ভর্তিচ্ছুদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে

প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেও ভর্তিচ্ছুরা আসন না পেয়ে তৃতীয় রিলিজ স্লিপের দাবি তুলেছেন। ভর্তিচ্ছুরা বলছেন, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। এজন্য জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। যার কারণে তুলনামূলক কম জিপিএ পাওয়া শিক্ষার্থীরা দুই রিলিজ স্লিপে আবেদন করেও আসন পাচ্ছেন না।

এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিজ স্লিপের পাশাপাশি আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি ভর্তিচ্ছুদের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেন,অনার্স ভর্তিচ্ছুদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত রয়েছে। তাদের দাবি বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কী পরিমাণ আসন খালি রয়েছে সেটি দেখে আসন না পাওয়া ভর্তিচ্ছুদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, এবারে অটোপাসের কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিজ স্লিপ বলে কিছু ছিল না। ভর্তিচ্ছুদের সংখ্যা বেশি হওয়ায় নতুন করে সেটিও এবারে ভাবতে হবে। পরবর্তী আর কোন রিলিজ স্লিপ না দিলেও আমরা আসন না ভর্তিচ্ছুদের জন্য একটা ব্যবস্থা করবো। সেটি আগামী সপ্তাহে জানিয়ে দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (সম্মান) এবং স্নাতক (পাস) কোর্সে প্রথম বর্ষে মোট আসন আছে সাড়ে আট লাখের বেশি। এর মধ্যে সম্মান প্রথম বর্ষে আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ১৩৫টি এবং পাস কোর্সে আসন আছে ৪ লাখ ২১ হাজার ৯৯টি। স্নাতক (সম্মান) পড়ানো হয়, এমন কলেজ আছে ৮৬৭টি।

অধ্যাপক নাসির বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তিচ্ছুরা চাইলে প্রফেশনাল কোর্সগুলোতেও ভর্তি হতে পারবে। এখানে অনেক আসন বরাদ্ধ রয়েছে। আগামী ২২ তারিখ থেকে প্রফেশনাল কোর্সে আবেদন শুরু হবে। আজ রবিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চলবে আগামী ০২ জানুয়ারি পর্যন্ত। এছাড়া ডিগ্রি কোর্সগুলোতেও অনেক আসন বরাদ্দ রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group