জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জেনে নিন কিছু পরামর্শ

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জেনে নিন কিছু পরামর্শ। অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১  জেনে নিন কিছু পরামর্শ ,ডেইলি রেজাল্ট বিডির এই তথ্য ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । এই পরীক্ষার সময় ৪ ঘন্টা এবং প্রমোশন এর জন্য ৫০% বিষয়ে পাশ করতে হবে। আগামীকাল পরীক্ষা শুরু হবে সকাল ০৯:৩০ টায় সুতরাং অনন্ত এক ঘণ্টা আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন এবং মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন এবং পরীক্ষা নিয়ে বেশী টেনশন না করাই বুদ্ধিমানের কাজ।

পরীক্ষার হলে যে কাজগুলো ঠাণ্ডা মাথায় করতে হবে।

১। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
২। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৩। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৪। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৫। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
লেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভাল
হয়।
৬। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৭। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
৮। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
৯। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১০। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে চেক করুন।

অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী

• প্রথম দিন পরীক্ষার হলের দরজা এক ঘন্টা আগে এবং পরবর্তী দিনগুলিতে আধা ঘন্টা আগে খোলা হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাড়া তার কোন আপনজনের প্রবেশ নিষেধ।
• প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড ও শিরোনাম ব্যতীত অন্য কোন বিষয় কোড ও শিরোনামের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
• মূল উত্তরপত্র ও ও.এম.আর ফরম এর নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
• প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিতি পত্রে স্বাক্ষর করতে হবে, অন্যথায় এ পরীক্ষায় পরীক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে।
• পরীক্ষার হলে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পরিচয়পত্র, কালি, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (প্রয়োজনে) ও টাকা-পয়সা ব্যতীত পরীক্ষার্থীর সঙ্গে অন্যকিছু থাকা অবৈধ।
• মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
• পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা ভঙ্গকারী অথবা এ কাজে প্ররোচনাদানকারী পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
• পরীক্ষা হলের ইনভিজিলেটর ও সংশ্লিষ্ট অফিসার-ইন-চার্জ কর্তৃক আরোপিত নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলতে হবে।
• উত্তরপত্রের কভার পৃষ্ঠায় মুদ্রিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে।
• মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
• বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত দিন, তারিখ ও সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আর হাতে যেহেতু সময় অনেক কম,তাই আজকে পুরনো পড়াগুলো রিভিশন দিন,নতুন করে কিছু পড়ার দরকার নেই, বোর্ড প্রশ্ন এবং টেষ্ট পরীক্ষার প্রশংগুলো দেখতে পারেন কাজে দিবে।মাথা ঠাণ্ডা রাখুন, টেনশন করার দরকার নেই, বেশী টেনশন মানেই পরীক্ষা খারাপ হবার আগাম সংকেত সুতরাং ভালো করে পরীক্ষা দিন, নিজের মস্তিষ্ক ঠাণ্ডা রাখুন, শেষ সময়টুকু কাজে লাগান,,শুধু শুধু সাজেশন এর পিছনে ছুটবেন না, সবাই ভালভাবে পরীক্ষা দেন,সবারই পরীক্ষা ভাল হোকএই দোয়াই করি,আমিন National University Degree, Honours & Masters NU Exam Start Tomorrow 2021

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group