জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবর

অনার্স ভর্তির ৩য় রিলিজ স্লিপ চায় ভর্তিচ্ছুরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ৩য় রিলিজ স্লিপ চায় ভর্তিচ্ছুরা Admissions seek 3rd release slip of National University Honours admissions। জানা গেছে এবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী অনার্স ভর্তি তালিকায় আসেনি কিন্ত তাদের ভালো জিপিএ ছিল। এব্যাপারে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অনার্স ভর্তির ৩য় রিলিজ স্লিপ চাই ফেসবুক গ্রুপের মাধ্যমে। এই গ্রুপ খোলার পরপরই বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের দাবী তুলে ধরেছে নিম্নে কিছু শিক্ষার্থীদের বক্তব্য তুলে ধরা হলো।

Raju Ahamed Riad নামে এক শিক্ষার্থী বলেছেন, আমি একজন সেকেন্ড টাইমার। ৭.৫২ রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় লড়াই করেছি, ফাস্ট টাইমে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েও যায় দুর্ভাগ্যবশত আমি ভর্তি হতে পারিনি। তখন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নিয়ে আবার পড়াশোনা শুরু করি প্রস্তুতি খুবই ভালো ছিলো। এ বছর গুচ্ছ পরিক্ষায় রেজাল্ট গরমিলের শিকার হই। এদিকে অটো পাশ দেয়ার কারনে জাতীয় তে সরকারি কলেজে আবেদন করেছিলাম সাবজেক্ট পাইনি৷ ২য় রিলিজ এ ৫ টা বেসরকারি কলেজ চয়েস দিছিলাম তাও সাবজেক্ট পেলাম নাহ। এখন আমার কি হবে? আমার প্রতিভা ভবিষ্যৎ কি এখানেই শেষ হয়ে যাবে পরিবারও এখন পাশে নেই।।কি করব কিছুই খুজে পাচ্ছি না বাবার এতো টাকাও নাই যে আমায় প্রাইভেট এ পড়াবে। এই অটো পাশ দিলো কেন তারা সিট বাড়ালো না। তবে কি আমার ভবিষ্যৎ এখানেই শেষ।

Rubayea Akhter নামে এক শিক্ষার্থী বলেছেন,৩য় রিলিজ স্লিপের আবেদনের সময় সীমা যেন সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে।

Md Murad নামে এক শিক্ষার্থী বলেছেন,জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সাথে অবিচার করল।৩য় রিলিজ স্লিপ চাই।

অনার্স ভর্তির ৩য় রিলিজ স্লিপ চায় ভর্তিচ্ছুরা

Fatema Khan Nazira Rahman নামে এক শিক্ষার্থী বলেছেন,অনার্স এর ৩য় রিলিজ স্লিপ চাই,সাথে সীট বৃদ্ধি করা চাই।
অটো পাস দিয়েছেন, সবাই তো পাস তাহলে সবাই তো আবেদন করবে অনার্সে,তাহলে সীট বৃদ্ধি করা হলো না কেনো???এত এত ছাত্র ছাত্রী সুযোগ পায় নাই ওরা কি করবে?সীট বৃদ্ধি করতে হবে তাহলে সবাই সুযোগ পাবে,এবং ৩য় রিলিজ স্লিপ দিতে হবে।

Md Mehedi Hasan নামে এক শিক্ষার্থী বলেছেন,তৃতীয় রিলিজ স্লিপ চাই অনার্স ২০-২১ শিক্ষা বর্ষের জন্য সিট বৃদ্ধি করতে হবে । কারণ লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন ধংসের পথে বসেছে সিট বৃদ্ধি করতে না পারলে অটো পাস দিল কেন ?

Md Limon Hasan নামে এক শিক্ষার্থী বলেছেন,৩য় রিলিজ স্লিপ খুবই গুরুত্বপূর্ণ
এই বছর. কারণ যে শিক্ষার্থীরা সুযোগ পেয়েছে গুচ্ছ ব্যবস্থা ভর্তি বাতিল করেনি । এখনো. এবং এই বছর অটো পাসের কারণে আগের বছরের তুলনায় শিক্ষার্থী অনেক বেশি, তাই এ বছর কিছু সিট বাড়ানোর জন্য অনুরোধ করছি। তাই এই সমস্ত তথ্য বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় রিলিজ স্লিপের ব্যবস্থা পরিচয় করিয়ে দিতে হবে।

MD Sohel Rana নামে এক শিক্ষার্থী বলেছেন, আমাদের সকলেরই ৩য় রিলিজ আর সিট বাড়ানোর আন্দলোন আর জোরদার করা উচিৎ কেনো না আমাদের দেশে মোট ৮৫৭ টি কলেজ থেকে স্নাতক(সম্মান) করা যায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় ১৯ টি সাবজেক্ট আছে।সাবজেক্ট প্রতি যদি প্রতি কলেজে দুইটা করে সিট বাড়ানো হয় তো ১৯×২=৩৮ টি সিট আর মোট কলেজ ৮৫৭ তাহলে ৩৮×৮৫৭=৩২,৫৬৬ টি সিট আর যদি সাবজেক্ট প্রতি ১০ টা করে বাড়ানো হয় তো মোট সিট হবে ১,৬২,৮৩০ টি তাই আমাদের আন্দলোন আর জোরাল দার করা উচিৎ।

Tuli Biswas Tuli নামে এক শিক্ষার্থী বলেছেন, তৃতীয় রিলিজ স্লিপ ও সিট বৃদ্ধি চাই অনার্স ২০-২১ শিক্ষা বর্ষের জন্য
কারণ লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন ধংসের পথে বসেছে।পাবলিক গুচ্ছ ভার্সিটির ভর্তি প্রক্রিয়া এখনো শেষ না হওয়াতে অনেক শিক্ষার্থী এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে।পাবলিক ভার্সিটির ভর্তি প্রক্রিয়া শেষে সিট কেনসেল হওয়া সাপেক্ষে অথবা অনার্স সিট বৃদ্ধি করে ৩য় রিলিজ স্লিপ চাই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group