তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

শিক্ষামূলক যেসব অনলাইন গেমস শিশুদের জন্য

শিক্ষামূলক যেসব অনলাইন গেমস শিশুদের জন্য।তবে ছোটদের গেমস খেলার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মাধ্যমে নতুন কিছু শেখানো সম্ভব। জেনে নিন শিশুদের জন্য সেরা পাঁচটি অনলাইন শিক্ষামূলক গেমস সম্পর্কে।তথ্য প্রযুক্তির জড়তে শিশুদের মাতিয়ে রখতে গেমস একটি অনন্য মাধ্যম।এতে যেমন চোখের ক্ষতি হচ্ছে তেমনি মানসিক বিকাশেও প্রভাব পড়ছে। আবার দেখা যায় মহামারির কারণে এখন অনলাইন ক্লাস, কোচিংয়ের জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি শিশুরা আসক্ত হচ্ছে অনলাইন গেমসে। সময় নষ্ট করছে অবাধে। পড়াশোনায় যেমন ক্ষতি হচ্ছে তেমনি স্বাস্থ্যঝুঁকিও আছে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের।

কাউন্টিং পিজ্জা পার্টি (Counting Pizza Party)
নম্বর সিস্টেমের উপরে বেস করে এই গেম তৈরি হয়েছে। এছাড়া থাকছে গাণিতিক সমীকরণ। প্রি-স্কুল ও কিন্ডারগার্ডেনের শিশুদের জন্য আদর্শ এই গেম।
বোরিস দ্য ম্যাজিশয়ান (Boris The Magician)
কম্পিউটারের বেসিক স্কিলের জন্য এই গেম খুবই উপযোগী। মাউসের কার্সার সরানো থেকে শুরু করে বিভিন্ন স্কিল শিখতে এই গেম খেলা যাবে। বিভিন্ন বাক্সের উপরে ক্লিক করে কম্পিউটার সম্পর্কে বেসিক শিক্ষা পাবে।
লার্নিং দ্য শেপস (Learning the Shapes)
বিভিন্ন বস্তু আঁকার বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলে এ বিষয়ে শেখানো হয়। কিন্তু শিশুরা সব সময় স্কুলে থাকে না। তাই বাড়িতে অভ্যাস করার জন্য এই গেম সাহায্য করবে। এই গেমের মাধ্যমে বিভিন্ন শেপ বা আকৃতি আঁকা শিখতে পারবে পড়ুয়ারা।

ফানব্রেইন (Funbrain)
ফানব্রেইনের মাধ্যমে অঙ্ক থেকে জীবন বিদ্যাসহ একাধিক বিষয়ে খুব সাধারণ গেমস খেলা যাবে। শিশু স্কুলে কেমন নম্বর পাচ্ছে সেই হিসাবে এই গেম ঠিক করতে পারবেন। এছাড়া ক্লাসরুমে শিক্ষকদের খেলার জন্য একটি বিশেষ মোড থাকছে।
আরকাডেমিকস (Arcademics)
আরকাডেমিকসের মাধ্যমে অনলাইনে অংক ও বিভিন্ন অক্ষরের গেম খেলতে পারবে শিশুরা। খুব সহজ ডিজাইনের কারণে শিশুরা এই গেম খেলতে কোনো সমস্যার সম্মুখীন হবে না।

Educational online games are for children. But it is possible to teach the children something new through him by setting a certain time to play games. Find out about the top 5 best online educational games for children. Games are a unique medium to educate children in the garb of information technology. It is also affecting mental development as it is damaging the eyes. Again, due to the pandemic, online classes are now giving mobile phones to children for coaching. In addition to studying, children are addicted to online games. They are wasting time freely. As there is a loss in studies, there are also health risks of using mobile phones for a long time.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group