ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশ শ্রেণিতে পঞ্চম ধাপে ভর্তি শুরু

একাদশ শ্রেণিতে পঞ্চম ধাপে ভর্তি শুরু।বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী রোববার (২৭ মার্চ) ও এরপর দিন সোমবার (২৮ মার্চ) কলেজে ভর্তির সুযোগ পাবেন। এ দুই দিন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে ২২৮ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে বলা হয়েছে পঞ্চম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের।

পঞ্চম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে পঞ্চম ধাপের ফল প্রকাশ করা হয়। জানা গেছে, কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর অন্তর্ভুক্ত করে ফল দেখতে পারবেন।

Admission begins in the fifth step in class XI. Students selected in the fifth stage of admission in class XI in various colleges and madrasas will get the opportunity to be admitted to the college next Sunday (March 26) and then on Monday (March 26). These two days will have to confirm the initial admission of selected students. Students selected in the fifth step have been asked to confirm admission by depositing a registration fee of Tk 228 between March 26 and March 26 at 5 pm.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group