তথ্যপ্রযুক্তি

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়।ফোন এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিনোদন হোক বা কাজের জন্য, জেন ওয়াইয়ের দিনের অনেকটা অংশ কাটে ফোনের পর্দায় চোখ রেখে। কিন্তু সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকাও প্রয়োজন। আর তা না হলেই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি।সহজ কিছু টিপস্ মাথায় রাখলেই এই সমস্যা থেকে মু্ক্তি পাওয়া সম্ভব।

ব্যাটারিকে অনেক দিন চাঙ্গা রাখতে ও ব্যাটারির আয়ু দীর্ঘস্থায়ী করতে মেনে চলুন কিছু সহজ নিয়ম।এখনকার নতুন ফোনগুলিতে ব্যাটারি হয় ৪,০০০ থেকে ৫,০০০mAh-এর আশে পাশে। সঙ্গে থাকে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। তা সত্ত্বেও বাইরে বেরিয়ে হঠাত্ ব্যাটারি শেষ হলেই মুশকিল। আবার অনেক সময়ে নতুন ফোনে ব্যাটারি দীর্ঘস্থায়ী হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। বেশিরভাগ ফোনে ব্যাটারিও নন-রিমুভেবল।

দেখে নিন, ফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন কী করে-

১ . ফোনের ব্যাটারি সেভার বলে একটি অপশান থাকে। ফোনের ব্যাটারি কমের দিকে থাকলে সেই অপশানট অন করে দিতে পারেন।
২ . ফোনের পর্দার ব্রাইটনেস্ রাখুন কমের দিকে। চোখও ভাল থাকবে। ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে।
৩ .ফোনের সেটিংসে যান। সেখানে Apps & notifications-এ টাচ করুন। এ বার যে অ্যাপগুলি আপনি সবসময়ে ব্যবহার করেন না, তাতে টাচ করুন। ব্যাটারি অপশানে গিয়ে Background usage এবং Notification অফ করে দিন।
৪ . ফোনের ডেটা প্রয়োজন মতো অন-অফ করুন। ডেটাও সাশ্রয় হবে, সাথে ব্যাটারিও।

৫ . চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া সংস্থার চার্জারটিই ব্যবহার করুন। অন্য কোনও ফোনের চার্জার বা দোকান থেকে কেনা অন্য চার্জার যত সম্ভব কম ব্যবহার করুন।
৬ .ফোনের ব্যাটারি ১০% বা ৫% না হওয়া পর্যন্ত চার্জ না দেওয়াই ভাল। বার বার চার্জ দিলে ফোন অহেতুক গরম হয়।
৭ . ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলেই চার্জার থেকে খুলে নিন। সারা রাত চার্জে বসিয়ে রেখে দেবেন না। ব্যাটারির পক্ষে এটি যেমন ক্ষতিকর, তেমনই বিপদজনক।

A way to make the phone’s battery last longer. The phone is now an important part of people’s lives. Be it for entertainment or work, Jane Wai spends much of her day eyeing the phone screen. But if you want to use the phone all day, then the phone’s battery also needs to survive. And if not, then the charger, the power bank. With some simple tips in mind, it is possible to get rid of this problem.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group