তথ্যপ্রযুক্তি

যেভাবে ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালু করা যায়

যেভাবে ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালু করা যায়।দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু অনেকেই রাতে দীর্ঘ সময় ফেসবুক ব্যবহার করেন, ফলে চোখের ক্ষতি হয়। সমস্যা সমাধানে ফেসবুকে ডার্ক মোড সুবিধা ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে সহজেই ফেসবুকের ডার্ক মোড সুবিধা চালু করা যায়। আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ফেসবুক অ্যাপ চালু করে নিচের মেনুতে (তিনটি অনুভূমিক রেখা) ক্লিক করতে হবে। এবার গিয়ার আইকনে থাকা Settings & Privacy অপশন নির্বাচন করে পেজের Preferences সেকশনের Dark Mode মেনু নির্বাচন করতে হবে। ডার্ক মোড পেজ চালুর পর On চাপলেই ফেসবুকের ডার্ক মোড চালু হবে। Off নির্বাচন করলে বন্ধ হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ফেসবুক অ্যাপ চালু করে ওপরের ডান পাশে থাকা মেনুতে (তিনটি অনুভূমিক রেখা) ক্লিক করতে হবে। এবার গিয়ার আইকনে থাকা Settings & Privacy অপশন নির্বাচন করতে হবে। পেজের নিচে থাকা Preferences সেকশন থেকে Dark Mode মেনু নির্বাচন করতে হবে। ডার্কমোড পেজ খুলে গেলে এখানের On অপশন নির্বাচন করলেই ফেসবুকের ডার্কমোড চালু হবে। বন্ধ করতে চাইলে একই পদ্ধতি অবলম্বন করে Off অপশন নির্বাচন করতে হবে।

How to turn on the Dark Mode feature on Facebook. If you use the phone for a long time, there is extra pressure on the eyes. But many people use Facebook for a long time at night, resulting in damage to the eyes. You can use the Dark Mode feature on Facebook to solve the problem. Facebook’s Dark Mode feature can be easily turned on on mobile phones running on Android and iOS operating systems. Launch the Facebook app on the iPhone running on the iOS operating system and click on the menu below (three horizontal lines). Now select the Settings & Privacy option in the Gear icon and select the Dark Mode menu in the Preferences section of the page. After launching the Dark Mode page, facebook’s dark mode will be turned on when you press On. If you select Off, it will be closed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group