তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

টিকটক থেকে যে ভাবে আয় করা যাবে

টিকটক থেকে যে ভাবে আয় করা যাবে। ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। ব্যবহারকারী ও জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে তারা। গত বছর ভিডিও ধারণের সময় ৬০ সেকেন্ডের পরিবর্তে ৩ মিনিট করলেও আবারও সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে টিকটক। টিকটকের মতো একইভাবে ব্যবহারকারীদের আকারে ছোট ভিডিও তৈরির সুযোগ দিয়ে থাকে ইনস্টাগ্রাম।

কিন্তু ভিডিওগুলোর সময় বেশ কম হওয়ায় ধীরে ধীরে পিছিয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের জন্য ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণের সুযোগ চালুর পরিকল্পনা করেছে তারা। ইনস্টাগ্রামসহ অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বড় আকারের ভিডিওগুলো সহায়তা করবে টিকটককে।বর্তমানে বিশ্বজুড়ে প্রায় শত কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। চীনের ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কে ছোট আকারের মজার ভিডিও পোস্ট করে তারকাও বনে গেছেন অনেকে।

তাহলে কেন বড় আকারের ভিডিও সুবিধা চালু করছে টিকটক? বিজ্ঞাপন থেকে আরও বেশি আয় করতেই এ উদ্যোগ। কারণ, ভিডিওর আকার বড় হলে বেশি বিজ্ঞাপন দেখানো যায়। এতে শুধু যে টিকটকের মুনাফা বেশি হবে তা–ই নয়, ভিডিও নির্মাতাদের আয়ও বাড়বে।৩ মিনিটের ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়ার পর গত বছরের আগস্ট মাস থেকেই ভিডিও ধারণের সময় ৫ মিনিট করতে কাজ শুরু করে টিকটক। কিন্তু ফিচারটি উন্মুক্ত করার আগেই ভিডিও ধারণের সময় সর্বোচ্চ ১০ মিনিট করার উদ্যোগ নিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এরই মধ্যে অল্পসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

How to earn from TikTok. TikTok has gained widespread popularity around the world in a short period of time due to the opportunity to create and exchange small-sized videos. Along with the increase in user and popularity, they are increasing the time of video recording. Last year, TikTok took the initiative to increase the time of video recording to 3 minutes instead of 60 seconds. Instagram allows users to create short videos in the same way as TikTok.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group