শিক্ষা নিউজ

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ খরচ 2024

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ খরচ 2024 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য কত টাকা লাগবে সেটি নির্ভর করে কোম্পানির উপর। যদি লোকাল কোম্পানি থেক ইন্টারনেট নিতে চান তাহলে ওরা অতিরিক্ত চার্জ করে থাকে মাঝে মাঝে। আবার অনেকের বেশি চার্জ করার কারণ হিসাবে ওদের কানেকশন পয়েন্ট থেকে আপনার বাসা দূরত্ব বেশি থাকার কারণে ক্যাবল বেশি লাগে তাই। যদি ভালো কোম্পানি থেকে কানেকশন নেন তাহলে তাদের দাম ফিক্সড থাকে কিন্তু আবার বিভিন্ন অফারে তারা কম দামে কানেকশন দিয়ে থাকে।

আর হ্যাঁ তারা মাসের শুরুতে বিল নিয়ে থাকে অর্থাৎ এডভ্যান্সড পেমেন্ট করতে হয়। যদি বলা হয় কত টাকা লাগতে পারে ইন্টারনেট সংযোগ নিতে তাহলে গড়ে ২৫০০-৫০০০ টাকা রাউটার , ক্যাবল বা অন্যান্য ডিভাইস সহ তবে শহর এলাকায় কেউ কেউ মাত্র ৫০০ টাকায় সংযোগ দিয়ে থাকে।

মাসিক ৩০০ টাকা খরচে সবার জন্য উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সেবা নিয়ে এলো বিডিকম অনলাইন লিমিটেড। নতুন ধারার এক ব্রডব্যান্ড সেবা সবার জন্য ইন্টারনেট যার মাধ্যমে সারাদেশে ইন্টারনেট হবে সাশ্রয়ী ও সহজলভ্য। স্মাই্ল ব্রডব্যান্ডের রয়েছে ব্রোঞ্জ ইকোনমি প্যাকেজ। যার জন্য একজন গ্রাহককে প্রতিমাসে দিতে হবে ৩০০ টাকা। এই সংযোগে থাকছে আনলিমিটেড ডাউনলোড যা কোনও ধরনের ফেয়ার ই্উসেজ প্ল্যান এবং ডেটা ক্যাপ ছাড়াই ব্যবহার করা যাবে।
এই প্যাকেজে ১০ জন গ্রাহককে একসঙ্গে এই সংযোগ নিতে হবে এবং প্রত্যেকে ৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস ব্যান্ডউইডথ পাবেন। সবার জন্য ইন্টারনেটের আওতায় আরও ২টি প্যাকেজ রয়েছে। একটি স্মাইল ব্রোঞ্জ ফ্লেক্সিবল, অন্যটি স্মাইল ব্রোঞ্জ ইজি। ব্রোঞ্জ ফ্লেক্সিবল প্যাকেজের আওতায় ৫ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৪০০ টাকা। ব্রোঞ্জ ইজি প্যাকেজের আওতায় ২ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৫০০ টাকা।

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ খরচ ২০২২

প্যাকেজেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://www.smile.com.bd/ ওয়েবসাইটে লগইন করে।

বর্তমানে সারাদেশে ৫০০ টাকায় ৫ এমবিপিএস সেবা পাচ্ছেন গ্রাহকরা। চলতি বছরের জুনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ‘একদেশ একরেট’ চালুর ঘোষণা দেয় বিটিআরসি। ব্যান্ডউইথের দাম ও সঞ্চালনের খরচ বেধে দেওয়ায় ইন্টারনেট সেবায় শৃঙ্খলা আসবে বলে মনে করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।
খরচ কমায় ২০২২ সালের ২৬ মার্চ থেকে গ্রাহকদের ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দেন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম।

Read more about  পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও গ্রামীণ ফোন লিমিটেডে (জিপি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আওতায় গ্রামীণ ফোন অনলাইন শিক্ষা কার্যক্রমে ইন্টারনেট ডাটা প্যাক সাশ্রয়ী মূল্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক তথা ফ্যাকাল্টিদের সরবরাহ করবে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অপেক্ষাকৃত কম দামে মোবাইলে ইন্টারনেট সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউজিসিতে আয়োজিত এক সভায় কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও গ্রামীন ফোনের সিবিও কাজী মাহবুব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ জুম প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। এ উদ্যোগে এগিয়ে আসায় গ্রামীণ ফোনকে ধন্যবাদ জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, সংকটকালীন উচ্চশিক্ষাক্ষেত্রে গ্রামীণ ফোনের এ অংশগ্রহণ সময়ের দাবি। এর মাধ্যমে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে। এটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইউজিসি এবং গ্রামীণ ফোনের মধ্যকার বন্ধন এখানেই শেষ হবে না বরং ভবিষ্যতে উচ্চশিক্ষার উন্নয়নে দেশের বৃহৎ এই টেলিকম অপারেটর প্রয়োজনে এগিয়ে আসবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ অনেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া, ড. শামসুল আরেফিন, পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি, মোহাম্মদ তৌরিত, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিরেন ও গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে ইন্টারনেট সেবা প্রদানের জন্য সবকয়টি মোবাইল অপারেটরদের অনুরোধ জানানো হলে একমাত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড সে আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group