শিক্ষা খবর

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার্থীদের বিতরণের নির্দেশ

আগামী সোমবারের (১৫ নভেম্বর) মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার্থীদের বিতরণ শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড। পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকা বোর্ড থেকে সব কলেজের অধ্যক্ষকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে ঢাকা বোর্ড বলছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শেষ করতে হবে।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড কলেজগুলোকে বিতরণ করেছে ঢাকা বোর্ড।

The Dhaka Board has directed to complete the distribution of registration cards for this year’s HSC examination by next Monday (November 15). The test takers have been instructed to ensure that they get the corona vaccine. On Thursday (November 11), the Dhaka Board sent a letter to the principals of all the colleges with this instruction. According to the Dhaka Board, the distribution of registration cards has to be completed by November 15 to ensure that the HSC candidates of 2021 will receive the Covid-19 vaccine. It is learned that the Dhaka Board has distributed the registration cards of HSC candidates of 2021 AD to the colleges from February 23 to March 10.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group