তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

স্মার্টফোন গরম হলে যেভাবে ঠান্ডা করবেন

স্মার্টফোন গরম হলে যেভাবে ঠান্ডা করবেন।ভিডিও দেখার সময় স্মার্টফোনের স্ক্রিন সব সময় চালু থাকে। এসময় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) একটানা কাজ করতে থাকে। এতে স্মার্টফোন গরম হয়ে যায়। মোবাইল ডেটা কাজে লাগিয়ে অনলাইনে ভিডিও দেখার সময় স্মার্টফোন বেশি গরম হয়। কারণ, এ সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্মার্টফোনের সিগন্যাল রিসিপশন ও ট্রান্সমিশন পাওয়ার বেশি ব্যবহার হয়। এর ফলে ব্যাটারি তুলনামূলক বেশি খরচ হওয়ায় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। পাশাপাশি স্ক্রিনের উজ্জ্বলতা বেশি থাকলে বা বেশি সময় গেম খেললেও স্মার্টফোন গরম হয়।

স্মার্টফোন ঠান্ডা করবেন যেভাবে

সেটিংস অপশনে প্রবেশ করে এয়ারপ্লেন বা ফ্লাইটমোড চালু করে স্মার্টফোনের সঙ্গে অন্য সব ধরনের যন্ত্রের সংযোগ নিষ্ক্রিয় করুন।
ডিসপ্লের উজ্জ্বলতা কমানোর পাশাপাশি ব্যাটারি সেভার মোড চালু করুন।
জাংক ফাইল মুছে ফেলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস বন্ধ রাখুন।
স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলা সব অ্যাপস বন্ধ করুন।
অনেকেই স্মার্টফোনের সুরক্ষায় অতিরিক্ত কেস বা কভার ব্যবহার করেন।

How to cool the smartphone when it is hot. While watching the video, the screen of the smartphone is always on. During this time the Central Processing Unit (CPU) and the Graphics Processing Unit (GPU) continue to operate. The smartphone gets hot. Smartphones get hotter while watching videos online using mobile data. Because, at this time to receive uninterrupted internet service, the signal reception and transmission power of the smartphone are used more. As a result, the smartphone heats up faster as the battery consumes more. Besides, if the screen brightness is high or if you play games for a long time, the smartphone gets hot.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group