প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবরশিক্ষা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু।চতুর্থ মেধা তালিকা ভর্তি শেষেও তিন ইউনিটে আরবী সাহিত্য ও চারুকলা বিভাগ বাদে এখনো ৪৬৮টি আসন খালি রয়েছে। রবিবার থেকে প্রকাশিত পঞ্চম মেধাতালিকা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে সোমবার শেষ হবে তাদের ভর্তি প্রক্রিয়া। এরপরও আসন খালি থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরের ধাপ মেধা তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। আগামী ২১ মার্চ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ সালে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এদিকে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হলেও শেষ হয়নি ভর্তি প্রক্রিয়া।

First-year classes at The Islamic University begin. At the end of the fourth merit list admission, 468 seats are still vacant in the three units, except for the Arabic literature and fine arts departments. Interviews will be held from the fifth merit list released from Sunday. At the end of the interview, their admission process will end on Monday. If the seats remain vacant, the university administration will publish the merit list in the next phase. From March 21, classes for students enrolled in the first-year undergraduate class of Islamic University (EB) will begin in 2020-21. This was revealed in a notice signed by the university’s acting registrar Mu Ataur Rahman on Saturday. Meanwhile, the start date of the first-year classes was announced, but the admission process was not completed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group