শিক্ষা খবরশিক্ষা নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোজার ছুটিতেও চলবে পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোজার ছুটিতেও চলবে পরীক্ষা। ১৪ এপ্রিল ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষ্যে ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে এবং ২৪ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকলেও চলমান পরিক্ষাসমূহ অব্যহত থাকবে। এর আগে ছুটির পুনর্বিন্যাস নিয়ে গণমাধ্যমকর্মীদেরকে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এভাবে ছুটি পুনর্বিন্যাস করা হয়েছে।’ তবে বিষয়টিতে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সব পরীক্ষা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গত ৫ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান, ১লা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার ছুটির সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে।

Examinations will also be held at Jahangirnagar University during Ramadan fast. Classes and offices will be closed on the occasion of 1st Baishakh (Bengali New Year) on the 14th of April and classes (including the weekend program) of the university will be closed from 24th April to 16th May but ongoing examinations will continue. Earlier, the university’s routine vice-chancellor Professor Nurul Alam told media persons about the reorganization of the leave. However, the students have reacted negatively to the issue.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group