তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

যে অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে

যে অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে.

মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ

মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ অন্য মেসেজিং অ্যাপ থেকে সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। কারণ, ফেসবুকের মতো মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ অ্যাপও গোপনে সব সময় স্মার্টফোনে চালু থাকে। শুধু তা-ই নয়, বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করতে থাকে।

ভিপিএন অ্যাপ

অনলাইনে বিভিন্ন প্রয়োজনে অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অ্যাপ ব্যবহার করেন। ভিপিএন অ্যাপও গোপনে সব সময় চালু থাকে। ফলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত খরচ হয়।

মাইক্রোসফট আউটলুক

দৈনন্দিন জীবনে খুব দরকারি অ্যাপ হলেও ব্যাটারি খরচ করা অ্যাপের তালিকায় মাইক্রোসফট আউটলুকও রয়েছে। অনলাইনে নিয়মিত হালনাগাদ তথ্য সংগ্রহ করায় অ্যাপটি ব্যাটারির খরচ বেশি করে।

কেনাকাটার অ্যাপ

অনলাইনে কেনাকাটা করার জন্য বিভিন্ন শপিং অ্যাপে ঢুঁ মারেন অনেকেই। অ্যাপগুলো ক্রেতাদের সামনে বিভিন্ন অফার ও ছাড়ের তথ্য তুলে ধরতে সব সময় অনলাইনে যুক্ত থেকে তথ্য সংগ্রহ করতে থাকে, ফলে ব্যাটারির খরচ তুলনামূলক বেশি হয়।

গেম

স্মার্টফোনে গেম খেললে ব্যাটারি খরচ বেশি হয়, এ তথ্য সবারই জানা। মূলত গেম খেলার সময় স্মার্টফোনের স্পিকার, গ্রাফিকস, টাচস্ক্রিন বেশি ব্যবহারের কারণেই ব্যাটারি বেশি খরচ হয়। পাশাপাশি বিভিন্ন গেম অনলাইন থেকে বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে থাকে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়

টিকটক

টিকটকে ভিডিও দেখে ঘণ্টার পর ঘণ্টা সময় পার করেন অনেকেই। ভিডিও দেখার পাশাপাশি ভিডিও ধারণের সুযোগ থাকায় অ্যাপটি অনেক বেশি ব্যাটারি খরচ করে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের অবস্থান ও আগ্রহ অনুযায়ী ভিডিও দেখাতে স্মার্টফোনে চালু থাকে অ্যাপটি।

ব্যাটারি বুস্টার

অনেকেই ব্যাটারির ক্ষমতা বাড়ানোর জন্য ব্যাটারি বুস্টার অ্যাপ ব্যবহার করেন। অ্যাপটি ডাউনলোড করার পর স্মার্টফোনে থাকা অন্য অ্যাপগুলোকে গোপনে চালু হতে বাধা দেয়। কিন্তু এ কাজ করার জন্য নিজেই সব সময় চালু থেকে ব্যাটারি খরচ করতে থাকে।

Messenger and WhatsApp consume the most battery than any other messaging app. Because, like Facebook, Messenger and WhatsApp apps are also secretly running on smartphones all the time. Not only this, with the help of this app you can do data collection.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group