৭ কলেজপরীক্ষা

ঢাবির সাত কলেজের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু

আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষা। শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছি। এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের কার্যক্রম মেলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখা যাবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ চলতি জানুয়ারি মাসের ১ম সপ্তাহে শুরু হবে। আর শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। একইসঙ্গে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের বিশেষ পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা রয়েছে।

যদিও এর আগে সেশনজট কমাতে নির্ধারিত সময়ের আগেই শিক্ষাবর্ষ শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছিল সাত কলেজ প্রশাসন। শিক্ষাবর্ষ দুটি হলো স্নাতক ২০১৬-১৭ (চতুর্থ বর্ষ) ও স্নাতকোত্তর ২০১৮-১৯ সেশন (শেষ পর্ব)। এই দুটি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বর মাসে শুরু কথা ছিলো।

The final examination of the final phase of Masters 2019 of Government Seven Colleges affiliated to Dhaka University (DU) is starting next February. The matter was confirmed on Saturday (January 1) by Professor IK Selim Ullah Khandaker, coordinator of seven colleges and principal of Dhaka College.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group