প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবরশিক্ষা নিউজ

ডিগ্রি ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র

ডিগ্রি ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়:সমাজবিজ্ঞান ২য় পত্র। ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সলভ করবেন।বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা।

অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

ডিগ্রি ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র

১। সামাজিক মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো?

২। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ এর গুরুত্ব আলোচনা করো?

৩। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো?

৪। সামাজিক প্রত্যক্ষণের ধাপসমূহ ব্যাখ্যা করো?

৫। মনোভাব পরিমাপের ব্যবহৃত থার্সটন স্কেল আলোচনা করো?

৬। উদাহরণসহ গোষ্ঠীর বিভিন্ন ধরন আলোচনা করো?

৭। পারস্পরিক যোগাযোগে ভাষার গুরুত্ব কতটুকু আলোচনা করো?

৮। ফ্রয়েডের ব্যক্তিত্ব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো?

৯। একজন উত্তম নেতার বৈশিষ্ট্য সমূহ গুণাবলী ব্যাখ্যা করো?

১০। কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল ব্যাখ্যা করো?

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. সামাজিক ইতিহাস কী?
উত্তর: সামাজিক ইতিহাস বলতে অতীত সমাজস্থ মানুষ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলীর বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণকে বোঝায়।
২. ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ – উক্তিটি কার?
উত্তর: ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ উক্তিটি জি.এম ট্রিভেলিয়ানের।
৩. ‘The Idea of History’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Idea of History’ গ্রন্থের লেখক আর. জে কলিংউড।
৪. ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক ডেভিড হিউম।
৫. ‘প্রত্নতত্ত্ব’ কী?
উত্তর: খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, ফসিল, আসবাবপত্র, শিলালিপি, মুদ্রা, তৈজসপত্র প্রভৃতি পরীক্ষা-নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানবসমাজ সম্পর্কে গবেষণার বিষয়ই হচ্ছে ‘প্রত্নতত্ত্ব’।
৬. ঐতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: উৎসের ভিত্তিতে ঐতিহাসিক যুগকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. প্রাগৈতিহাসিক কাল, ২. সুপ্ত ঐতিহাসিক কাল এবং ৩. ঐতিহাসিক কাল।

৭. নব্যপ্রস্তর যুগ কী?
উত্তর: ঐতিহাসিক যুগের যে পর্বে এসে মানুষ বুদ্ধিমত্তার মাধ্যমে পাথর ব্যবহার করতে শেখে তাকে নব্যপ্রস্তর যুগ বলে।
৮. কে নব্যপ্রস্তর যুগকে ‘নবপলীয় বিপ্লব’ বলে আখ্যায়িত করেন?
উত্তর: নৃবিজ্ঞানি ভি. গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে ‘নবপলীয় বিপ্লব’ বলে আখ্যায়িত করেন।
৯. মিশরীয় লিখন পদ্ধতির নাম কী?
উত্তর: মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক।
১০. চীনা সভ্যতা কোন নদীর সাথে সংশ্লিষ্ট?
উত্তর: চীনা সভ্যতা হোয়াংহো নদীর সাথে সংশ্লিষ্ট।
১১. হাম্মুরাবি কে ছিলেন?
উত্তর: হাম্মুরাবি ছিলেন ব্যবিলনের দুর্ধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলক।
১২. গ্রিক সভ্যতার অপর নাম কী?
উত্তর: গ্রিক সভ্যতার অপর নাম হেলেনীয় সভ্যতা।
১৩. রোমান আইনের ভিত্তি কী?
উত্তর: রোমান আইন প্রথা ও প্রযুক্তির ভিত্তিতে তৈরি।
১৪. রোমান সমাজে প্লেবিয়ান শ্রেণিভুক্ত কারা?
উত্তর: রোমান সমাজে প্লেবিয়ান বলতে ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিক প্রভৃতি শ্রেণিকে বোঝায়।
১৫. সামন্ততন্ত্র কী?
উত্তর: সামন্ততন্ত্র বলতে এমন একটি সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমিই হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি।

১৬. Fief কী?
উত্তর: হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীন জমি দানকে Fief বলে।
১৭. প্রিবেল্ডালাইজেশন কী?
উত্তর: প্রিবেল্ডালাইজেশন হল প্রাচীন ভারতীয় সমাজে প্রচলিত জমিদান প্রথা সংবলিত এক বিশেষ ধরনের ভূমিব্যবস্থা যা ছিল সামন্ততন্ত্রের একটি বিশেষ রূপ।
১৮. রেনেসাঁ অর্থ কী?
উত্তর: রেনেসাঁ অর্ধ পুনর্জাগরণ বা নবজাগরণ।
১৯. শিল্পবিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: শিল্পবিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল।
২০. নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ ও মানুষ সম্পর্কিত অধ্যয়ন।
২১. ‘Anthropos’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘Anthropos’ শব্দটির অর্থ মানুষ।
২২. নৃবিজ্ঞানের জনক কে?
উত্তর: নৃবিজ্ঞানের জনক ই.বি টেইলর।
২৩. বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম হল ই.বি টেইলর।
২৪. জ্ঞাতি সম্পর্ক কী?
উত্তর: রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ককে জ্ঞাতি সম্পর্ক বলে।
২৫. ‘Ancient Society’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Ancient Society’ গ্রন্থটির লেখক এল. এইচ মর্গান।
২৬. লেভিরেট কী?
উত্তর: মৃত স্বামীর কোন ভাইয়ের সাথে বিধবা নারীর বিয়ে হওয়াকে লেভিরেট বলে।

২৭. কৌম কী?
উত্তর: যে ক্ষুদ্র মানবগোষ্ঠি অভিন্ন আদি পুরষদের বংশধর হিসেবে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে বসবাস করে তাকে কৌম বলে।
২৮. ‘Life was either a feast or fast’ উক্তিটি কার?
উত্তর: ‘Life was either a feast or fast’ উক্তিটি ভারতীয় নৃতাত্ত্বিক মিনু মাসানির।
২৯. কুলারিং কী?
উত্তর: কুলারিং হল বৃহত্তকার সজ্জিত কতকগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠির মধ্যে ক্রিয়াশীল বিনিময় প্রথা বিশেষ।
৩০. রাজনৈতিক সংগঠন কাকে বলে?
উত্তর: রাজনৈতিক সংগঠন বলতে সামজিক সংগঠনের সেই অংশকে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট ভূখ-ের অধিবাসীদের জীবনযাপন পদ্ধতিতে কর্তৃত্ব, সমঝোতা বলপ্রয়োগের মাধ্যমে যাবতীয় কর্মকা- নিয়ন্ত্রিত হয়।
৩১. কোন সমাজে ‘Chiefdom’ (মুখিয়াতন্ত্র) ব্যবস্থার অস্তিত্ব ছিল?
উত্তর: আফ্রিকার পশ্চিম উপকূলের জাতিসমূহে ‘Chiefdom’ (মুখিয়াতন্ত্র) ব্যবস্থার অস্তিত্ব ছিল।
৩২. সর্বপ্রাণবাদের প্রবক্তা কে?
উত্তর: সর্বপ্রাণবাদের প্রবক্তা ই.বি টেইলর।

৩৩. ট্যাবু কী?
উত্তর: ট্যাবু শব্দের অর্থের নিষিদ্ধ। কোন ব্যক্তি বা বস্তুকে অপবিত্র মনে করে নিষিদ্ধ করার প্রথাকে ট্যাবু বলা হয়।
৩৪. বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী কারা?
উত্তর: বাংলাদেশের গারো ও খাসিয়া নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক।
৩৫. রাখাইন নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রাখাইন নৃগোষ্ঠী বসবাস করে।
৩৬. সাঁওতাল নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অ অঞ্চলে বসবাস করে?
উত্তর: সাঁওতালদের অধিকাংশের বসবাস রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর ও পঞ্চগড় জেলায়।

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও।
২. সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা কর।
৩. প্রাগৈতিহাসিক যুগ কী?
৪. নব্যপ্রস্তর যুগের ৫টি বৈশিষ্ট্য লিখ।
৫. নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬. রোমান সভ্যতার পতনের কারণসমূহ উল্লেখ কর।
৭. সামন্তবাদের সংজ্ঞা দাও।
৮. সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. দাসপ্রথা কী?
১০. পুঁজিবাদ কাকে বলে?
১১. নৃবিজ্ঞান কাকে বলে?
১২. নৃবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা কর।
১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও।
১৪. শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝ?
১৫. শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৬. পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৭. খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কী বোঝ?
১৮. খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৯. ব্যান্ড কী?
২০. ধর্ম কী?
২১. ট্যাবু বলতে কী বোঝ?
২২. নৃগোষ্ঠির সংজ্ঞা দাও।
২৩. সাঁওতালদের পরিচয় দাও।

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. সামজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
২. সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর।
৩. প্রাচীন প্রস্তরযুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
৪. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৫. ‘দাসপ্রথাই গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী।’ আলোচনা কর।
৬. রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৭. ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৮. মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যে দ্বন্দ্বের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৯. মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১০. পুঁজিবাদ বলতে কী বুঝ? পুঁজিবাদের মূলনীতি আলোচনা কর।
১১. ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা কর।
১২. নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।

১৩. বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা কর।
১৪. জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ আলোচনা কর।
১৫. পরিবারের বিবর্তন সম্পর্কিত মর্গানের তত্ত্বটি পর্যালোচনা কর।
১৬. আদিম অর্থনীতি কী? আদিম অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৭. খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৮. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামজিক চুক্তি মতবাদ আলোচনা কর।

১৯. ধর্মের উৎপত্তি সংক্রান্ত আর. আর. ম্যারেটের তত্ত্বটি পর্যালোচনা কর।
২০. ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২১. উপজাতি বলতে কী বোঝ? বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি সম্প্রদায়ের পরিচয় দাও।
২২. চাকমাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।

Degree 1st Year Suggestion 2024 Subject: Sociology Paper 2. The degree 1st-year exam suggestion is given below. And those who are only asking for passing marks in the examination will solve the previous board questions of the national university. So you are hopeful of getting the pass marks in common and those who want to get a fairly low number will solve the board question of 2016. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the 1st year students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group