শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই’ :শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই, এত বেশি চিন্তিত হওয়ারও কিছু নেই। আমরা সেটা যথাসময়েই নেব। সোমবার বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২২)’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, আমাদের সব আঞ্চলিক পরিচালকদের কাছে বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি সিলেট ডিভিশন, কুড়িগ্রাম , জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় এখনও বন্যার পানি নামেনি। এ পানি নামার পর পূনর্বাসনের একটা সময়ও আমাদের দিতে হবে।

কোচিং ও প্রাইভেট পড়ানো নিয়ে উপমন্ত্রী বলেন, শিক্ষকরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেনা। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত পাঠদান না করে শিক্ষার্থীদের চাপের মধ্যে রেখে জিম্মি করে পয়সা দিয়ে পাঠদানের যে প্রবণতা রয়েছে তা নিয়ন্ত্রণে শিক্ষা আইন সন্নিবেশিত করা হয়েছে এবং তা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা নতুন কারিকুলামে যে পরিবর্তন এনেছি সেখানে এক্টিভিটিস লার্নিং, এক্সপেরেন্সিয়াল লার্নিংয়ের ওপর জোর দিয়েছি। সেগুলো আমরা যখন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবো তখন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমে যাবে।

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই’ :শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

Read old news:এসএসসি-এইচএসসির পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৯ মে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৮ জুলাই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড বৈঠকে বসেছে। এতে সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার (২৭ ফেব্রুয়ারি) জাগো নিউজকে বলেন, পরীক্ষা কবে থেকে শুরু হবে, কোন কোন বিষয় বাদ দেওয়া হতে পারে, পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের মোট নম্বর কত থাকবে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতিমূলক নির্বাচনী পরীক্ষা কবে নেওয়া হবে, কী পদ্ধতিতে নেবে- এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো চূড়ান্ত করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ১৯ মে ও এইচএসসি-সমমান পরীক্ষা ১৮ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কোন ধরনের নির্দেশনা জারি করা হয়নি। সেটি চূড়ান্ত করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা ডাকা হয়েছে।পরীক্ষার রুটিন আগে দেওয়া হলে শিক্ষার্থীরাও পড়াশোনায় আগে মনোযোগী হয়। মাঠ পর্যায়ের এসব বাস্তব চিত্র বিবেচনা করে দ্রুত এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্টদের জানিয়ে দিতে শিক্ষাবোর্ডের কাছে অনুরোধ জানান তারা।

এদিকে চলতি বছরের এসএসসিতে কোন গ্রুপের মোট কতটি বিষয়ের পরীক্ষা হবে, কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, কোন বিষয়ে মোট কত নম্বর থাকবে, কতটি প্রশ্ন থেকে কতটির উত্তর দিতে হবে, ব্যবহারিক পরীক্ষা হবে কি না, কত তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে ইত্যাদি বিস্তারিত অনেক আগে থেকেই জানা থাকতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়গুলো আগেই জানানোর দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা।

The final decision on the SSC-HSC exam. It has been decided in principle to hold this year’s SSC and equivalent examinations on May 19 and HSC and equivalent exams on July 18. It was also decided to reduce the exam time and marks. The Inter-Education Coordination Board met on Sunday (February 27) to take a final decision in this regard. Chairmen of all the education boards are present.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group