শিক্ষা খবরশিক্ষা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আগামী মঙ্গলবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আগামী মঙ্গলবার।আগামী মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে গত ২২ জানুয়ারি থেকে ইবির আবাসিক হলসমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।ওমিক্রমনের প্রাদুর্ভাব দুর্বল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধন্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

In-person classes at the Islamic University will begin on Tuesday. In-person classes and examinations of the Islamic University (EB) will begin on Tuesday. This was revealed in a press release signed by Rashiduzzaman Khan Tutul, assistant registrar of the university’s information, publication, and public relations department on Saturday. Earlier, in the light of the advice of the Ministry of Education, it was decided to keep the residential halls of the EB open from January 22 and conduct online classes and ongoing and declared examinations in person. It has been mentioned that classes and examinations will start in person in the university in accordance with the hygiene as the outbreak of omikarman is weak. The students of the university applauded this decision.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group