শিক্ষা নিউজ

মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ (৪ এপ্রিল) বিকেল নাগাদ প্রকাশ হতে পারে। নজিরবিহীন নিরাপত্তা ও কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বুয়েটের একটি বিশেষজ্ঞ টিমের সার্বিক তত্ত্বাবধানে এ বছরের ফল তৈরি করা হচ্ছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের দু-একজন ছাড়া কেউ ফল তৈরির কক্ষে প্রবেশ করছেন না। যারা প্রবেশ করছেন তারা কেউ সঙ্গে মোবাইল ফোন নিয়ে যেতে পারছেন না। বুয়েটের বিশেষজ্ঞ টিম ফল প্রকাশ করতে দিনরাত পরিশ্রম করে চলছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা শনিবার (৩ এপ্রিল) জানান, আজ বিকেল নাগাদ ফল প্রকাশিত হতে পারে। ইতোমধ্যে শুক্রবার (২ এপ্রিল) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ ১৬ হাজার ৮৫৬ জনের উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনের মাধ্যমে মার্কিং শুরু হবে। একাধিকবার যাচাই ও পুনঃযাচাই শেষে চূড়ান্ত ফল তৈরি করা হবে। ফল তৈরির পর স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের শীর্ষ মহলের অনুমতি সাপেক্ষে ফল প্রকাশিত হবে। বড় ধরনের জটিলতা না হলে কাল দুপুর কিংবা বিকেল নাগাদ ফলাফল প্রকাশের সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

ফলাফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা-শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, এখনও ফল তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ে ফল প্রকাশিত হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো সময় বলতে রাজি হননি।

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার (২ এপ্রিল) এমবিবিএস প্রথমবর্ষের (২০২০-২০২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ৬ হাজার ১৮ জন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group