শিক্ষা খবরশিক্ষা নিউজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২০২১ সালে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২ মার্চ হতে শুরু হবে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি ) অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গেল ২৯ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ সালে ভর্তি কার্যক্রম শুরু হয়।

এতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ১১ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তাদের ১৬ ও ১৭ জানুয়ারি সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

First-year classes start at Begum Rokeya University on 2nd March. First-year undergraduate (honors) classes at Begum Rokeya University (Berobi) 2020-2021 will start on 2nd March. The decision was made at a meeting of the Deans Committee held online on Monday (February 8). The admission process started at Begum Rokeya University (Berobi) on November 29, 2020-21. In this,

the first merit list was published in terms of the application of the students who passed the bunch admission test. The second merit list will be published on January 11 subject to vacancies in the departments. Their interview and admission were held on January 16 and 17, the university’s vice-chancellor, Professor. Deans of different faculties were present in the meeting held under the chairmanship of Md. Halibut Rashid.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group