শিক্ষা খবর

বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2021

বাংলাদেশ রেলওয়ে তে পয়েন্টসম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ হয়েছে। রেলপথ জন্মের পর থেকে এ-ই পদে সরাসরি নিয়োগ হতো না। এবারই প্রথম হচ্ছে তাই যারা আসবেন তাদের সত্যিকার অর্থে ভাগ্যবানই বলবো। Recruitment Circular 2021 has been published for the post of Pointsman in Bangladesh Railway. Since the birth of Railways, this post has not been filled directly. This is the first time so I will say that those who will come are really lucky.

যারা যারা আসতে চান এ-ই পদে, তাদের জ্ঞাতার্থে কিছু কথা —

★পয়েন্টসম্যানের কি কাজ?
সরল উত্তর হলো পয়েন্ট সংক্রান্ত যাবতীয় কাজ যিনি করেন তিনিই পয়েন্টসম্যান।

★পয়েন্টগুলো থাকে কোথায়?
প্রতিটি স্টেশনের হোম থেকে এডভান্স স্টার্টার এর আগ পর্যন্ত পয়েন্ট এর অবস্থান। কোন স্টেশনে একটি লুপ লাইন থাকলে উভয় পাশে চারটি পয়েন্ট থাকবে। যে স্টেশনে যত লুপ লাইন তার চারগুন পয়েন্ট থাকতে পারে আবার কমবেশিও হতে পারে। এটি নির্ভর করে একটা স্টেশনের ট্রাফিক এবং কমার্শিয়াল কাজের গুরুত্ব অনুসারে।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021

দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটা ট্রেনের লোকোমাস্টার সাহেব সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগনালিং সিস্টেম কোন কারনে ফেল করে তখন সেই ট্রেন টিকে নিরাপদে নিয়ে আসার মত গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয়।
এছাড়াও একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন বিয়োজন করে সাজানো পয়েন্টসম্যানের দায়িত্ব।

এছাড়া মাল বোঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সাথে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে।

★প্রমোশন :-
একজন পয়েন্টসম্যান কাজের দক্ষতা, সিনসিয়ারিটি অনুযায়ী চীফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ফোরম্যান পদে 6 বছর চাকুরীকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে।

নিয়ন্ত্রণকারী অফিসঃ-
প্রধানত সকল পয়েন্টসম্যান বিভাগীয় পরিবহন কর্মকর্তার অধীনে থাকেন। তবে মাঠ পর্যায়ে থাকবেন একজন ষ্টেশন মাস্টার অথবা একজন ইয়ার্ড মাস্টারের অধীনে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group