শিক্ষা খবর

সৌদি আরবের ভিসা ২০২৩। কিভাবে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন ২০২৩ | Saudi Arabia New Visa Rules 2023

সৌদি আরবের ভিসা ২০২৩। কিভাবে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন ২০২৩ | Saudi Arabia New Visa Rules 2023. সৌদি আরবে ভ্রমণ ভিসা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের অনুমোদন দিয়েছেন বাদশাহ্ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। নতুন কাঠামোতে কোনো ফি ছাড়াই ট্রানজিট ভিসার সময়সীমা হবে ৯৬ ঘণ্টা। এ ছাড়া সিঙ্গেল এন্ট্রি বা একবার প্রবেশাধিকার ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

চলমান ভিসা কাঠামোর সংশোধনী অনুসারে, ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার মেয়াদ হবে তিন মাস এবং সৌদি আরবে বিনাখরচে অবস্থানের সময়কাল হবে ৯৬ ঘণ্টা। আগে সিঙ্গেল এন্ট্রিতে ভিসার মেয়াদ ছিল ৩০ দিন, আর মাল্টিপল ভিসায় ৯০ দিন।

ভিশন-২০৩০ বাস্তবায়নের জন্য সৌদি আরব ভ্রমণ ভিসা ব্যবস্থাপনার আমূল পরিবর্তন শুরু করে ২০১৫ সালে। তখন থেকেই কোনো মন্ত্রণালয়ে না গিয়ে শুধু অনলাইনে আবেদন করেই প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট ভিসা ইস্যু শরু হয়।

তবে সৌদি সরকার এ জন্য প্রবাসীদের তাদের পরিবার নিয়ে আসার আগে পরিবারের বাসস্থান, চিকিৎসা বিমা এবং ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের সৌদি আরব ত্যাগ করার বিষয়ে শর্ত দেয়। এ ছাড়া সৌদিতে অবস্থানকালে পর্যটকদের জন্য প্রণীত আইন মেনে চলার বিষয়টিও উল্লেখ করা হয়।

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি ?
বাংলাদেশ থেকে প্রতিবছরই শ্রমিক ভিসা এবং অন্যান্য ভিসা নিয়ে কাজের সন্ধানে যয় | যে কাজগুলো চাহিদা বেশি যেমন, ইলেকট্রনিক, নির্মাণ কাজ, অটোমোবাইল, পাইপ ফিটার হোটেল জব ইত্যাদি |

সৌদি আরবের ভিসা খরচ ?

আমেল মঞ্জিল ভিসা ও সাখাওয়াত আকাশ সাওয়াখাছ এ মোট খরচ হবে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা | খাদ্দামা ভিসার ক্ষেত্রে খরচ হবে এক লক্ষ ১০ হাজার টাকা | প্রায় ফ্যামিলি ভিসা প্রসেসিং এর খরচ হবে প্রায় ৬০ হাজার টাকা এবং আমেল ভিসা প্রসেসিং এর খরচ হবে প্রায় ৬০ হাজার থেকে ৬৫ হাজার টাকার মতো |

সৌদি আরবের ভিসার প্রকার ভেদ

সৌদি আরবে অনেক প্রকার ভিসা রয়েছে যেগুলো এক এক করে বলা সম্ভব নয়। তাই আমরা সৌদি আরবের ভিসা গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি।যথা-

ডোমেস্টিক ভিসা
আনডোমেস্টিক ভিসা

ডোমেস্টিক ভিসা কি

যেই ভিসা গুলোর মাধ্যমে গৃহস্থলী কাজ করার জন্য কোন প্রবাসী সৌদি আরবে যায় সেই ভিসা গুলোকে ডোমেস্টিক ভিসা বলে।

ডোমেস্টিক ভিসার প্রকারভেদ দেওয়া হল:

হারেজ
আমেল মঞ্জিল
হাউজ ড্রাইভার
মাজরা
খানতামা
গরু ছাগল লালন পালন
মেষ লালন পালন

আনডোমেস্টিক ভিসা
সৌদি আরবের ডোমেস্টিক ভিসার বাহিরে যত প্রকার ভিসা রয়েছে সবগুলোই আনডোমেস্টিক ভিসা। এই বিষয়গুলো সব বড় মেহেনা,বড় পেশা, বড় বড় কাজের ভিসা।

সৌদি আরব কোন ভিসা ভালো
সৌদি আরবের সব পক্ষের বিষয় ভালো তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন ভালো একটা কোম্পানি অথবা ভালো একটি বাসা বাড়িতে চাকরি পান।

সৌদি ভিসা পেতে বয়স কত লাগে?
সাধারণত সৌদি ভিসার জন্য নূন্যতম ২২ বছর বয়স দরকার হয়। তবে অনেক ক্ষেত্রে ২১ বছর হলেও চলে। মনে রাখতে হবে এই বয়স কিন্তু
আপনার পাসপোর্ট অনুযায়ী ধরা হবে। সর্বচ্চ ৪৫ বছর বয়স হলেও সৌদিতে যাওয়া যায়।

সৌদি আরবের ভিসা চেক করার পদ্ধতি ২০২৩ । ভিশার ছবি
ভিসাটি বৈধ কিনা। যদি ভিসাটি বৈধ হয় তবে অনলাইনে তথ্য পাবেন। এজন্য আপনাকে enjazit.com.sa এই লিংকে ভিজিট করতে হবে। অতপর Individuals এ ক্লিক করতে হবে। তারপর Find Applicant Data ক্লিক করে পাসপোর্ট নম্বর দিতে হবে। Visa Type Work, Current Nationality Bangladesh, Visa Issuing Authority Dhaka, Captch Code এন্ট্রি করে Search এ ক্লিক করলেই ছবি সহ সকল তথ্য দেখাবে।

Visa-Services-Platform-Enjaz-Page

সৌদি আরবের বিভিন্ন কোম্পানির নাম ও তালিকাঃ
আহমাদ হামাদ আল গোসাইবি ও ব্রাদার্স সমবেত – খোবর ১৯৪০ রিয়েল এস্টেট, খাদ্য ও পানীয়, আতিথেয়তা
আল বাইক ভোক্তা সেবা রেস্তোঁরা সমূহ জেদ্দা ১৯৭৪ ফাস্ট ফুড রেস্টুরেন্ট।
আল বিলাদ ব্যাংক আর্থিক ব্যাংক রিয়াদ ২০০৪ এ ইসলামী ব্যাংক।
আল ফয়সালিয়াহ গ্রুপ সমবেত – রিয়াদ ১৯৭০ এ খাদ্য ও পানীয়, ভোক্তা পণ্য, মিডিয়া, রাসায়নিক।
আল মদিনা ভোক্তা সেবা প্রকাশনা জেদ্দা 1১৯৩৭ এ সংবাদপত্র
আল রিয়াদ ভোক্তা সেবা প্রকাশনা রিয়াদ ১৯৬৫ এ সংবাদপত্র
আল শৌলা গ্রুপ সমবেত – রিয়াদ ১৯৭০ বীমা, রিয়েল এস্টেট, প্রতিরক্ষা
আল তাজাজ ভোক্তা সেবা রেস্তোঁরা সমূহ জেদ্দা ১৯৮৯ ফাস্ট ফুড রেস্টুরেন্ট
আল ইয়ামূম ভোক্তা সেবা প্রকাশনা দাম্মাম ১৯৬৫ সংবাদপত্র
আল-বিলাদ ভোক্তা সেবা প্রকাশনা জেদ্দা ১৯৩২ সংবাদপত্র
আল বায়ান হোল্ডিং গ্রুপ সমবেত ভোক্তা বিবেচনামূলক রিয়াদ 1980
আলাওয়াল ব্যাংক আর্থিক ব্যাংক রিয়াদ ১৯২৬ ব্যাংক, পূর্বে সৌদি হল্যান্ডি ব্যাংক
আলিনমা ব্যাংক আর্থিক ব্যাংক রিয়াদ ২০০৬ ব্যাংক
আলমারাই ভোগ্যপণ্য খাদ্য পণ্য রিয়াদ ১৯৭৭ দুগ্ধ
আল-মুহাইদিব সমবেত – দাম্মাম ১৯৪৬ খাদ্য, খুচরা, শিল্প, আর্থিক, শক্তি
আল রাজি ব্যাংক আর্থিক ব্যাংক রিয়াদ ১৯৫৭
আরব ন্যাশনাল ব্যাংক আর্থিক ব্যাংক রিয়াদ ১৯৭৯
ব্যাংক বাহরি স্থানান্তর রিয়াদ ১৯৭৮

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group