শিক্ষা খবরশিক্ষা নিউজ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১২ এপ্রিল রেজিস্ট্রেশন শুরু

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১২ এপ্রিল রেজিস্ট্রেশন শুরু।২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করবেন। ১০ মে বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলো ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না। চলতি বছরে (২০২২ সালে) একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে শুরু হবে, চলবে ১০ মে পর্যন্ত। বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

Registration of students of class XI will start on 12th April. Registration of students of class XI in 2021-22 will continue from 12th April to 10th May. The educational institutions will register the students by logging in to the college panel on the admission website during this period. Institutions are requested to send the registration information online by 5 pm on May 10. The board will not be responsible for complications if the colleges fail to register the admitted students within the stipulated time. The registration of students admitted in class XI this year (in 2022) will start on 12th April and will continue till 10th May. The information came from an office order signed by Professor Tapan Kumar Sarkar, chairman (acting) of the Dhaka Education Board and chairman of the Inter-Education Board Coordination Committee, on Thursday night.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group