শিক্ষা খবর

বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে SPELLING গুলো বার বার আসে

বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে SPELLING গুলো বার বার আসে
Lieutenant (লেফটেনেন্ট) =সামরিক কর্মী।
টেকনিক Lie u ten ant মিথ্যা তুমি দশ পিপড়া।
. Psychological (সাইকোলজিক্যাল) =মনস্তাত্ত্বিক।
টেকনিক Psy cholo gi cal পিসি চলো যাই কাল।
. Assassination (এ্যাসএ্যাসিনেশন) =গুপ্তহত্যা।
টেকনিক Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

. Questionnaire =প্রশ্নমালা।
টেকনিক Question nai re -কোশ্চেন নাই রে।
. Assessment =কর নির্ধারণ।
টেকনিক Ass e ss men t গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
Hallucination =অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
টেকনিক Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
Diarrhoea =উদারাময়।
টেকনিক Dia rr hoea ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
Bureaucracy =আমলাতন্ত্র।
টেকনিক Burea u cracy বুড়িয়া তুমি cracy.
Restaurant রেস্টুরেন্ট।
টেকনিক Rest a u r ant বিশ্রাম এ তুমি আর পিপড়া।
parallel =সমান্তরাল।
টেকনিক Par all e l পার করো সকলকে ই।
Illegitimate =অবৈধ।
টেকনিক Illeg i tim ate অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
Miscellaneous = বিবিধ।
টেকনিক Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
আরো কিছু গুরুত্বপূর্ণ বানান
Accommodation(বাসস্থ­­ান)

Brilliant(মেধাবী)
Bulletin(বুলেটিন)
Burglar(চোর)
Challenge(চ্যালেন্জ)
Cigarette(সিগরেট) Colonel(কর্নেল)
Commission(কমিশন)
Committee(কমিটি)
Guerrilla(গেরিলা যুদ্ধা)
Leisure(অবসর)
Maintenance(ভরণপোষণ)
Millennium(সহস্রাব্দ­­)
Misspell(ভুল বানান করা)
Questionnaire(প্রশ্ন­­মালা)
Aberration বিপদগামিতা/নীতিভ্রংশ
Accessory অপরাধের সহযোগী
Acclivityউর্ধ্বমুখী ঢাল/চড়াই
Amateur শৌখিন/অপেশাদার

Ammunition গোলা-বারুদের ভাণ্ডার
Anaemia রক্তাল্পতা
Anesthesia অনুভূতিবিলোপ/অবেদন
pocalypse জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
Archipelago দ্বীপপুঞ্জ
Assassin গুপ্তঘাতক
Avaricious লোলুপ/লোভী
Besiege অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
Bourgeois সম্পদশ

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group