শিক্ষা খবরশিক্ষা নিউজ

এই মাসের মাঝামাঝি মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু

এই মাসের মাঝামাঝি মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু।চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৪ মার্চ ) সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’ এর উদ্বোধন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধিতে দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে। আমরা চাই পুরো অঞ্চল শিক্ষাসহ সার্বিকভাবে এগিয়ে যাক। দক্ষিণ এশিয়ার দারিদ্র্যসহ যত সমস্যা আছে, সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা এগিয়ে আসুক।

শিক্ষা অর্জন শেষে নিজ দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নে মেধা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে যদি শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেবো।মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাসের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

গত ২৪ ফেব্রুয়ারি মেডিকেলের ২০২১-২২ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুরা আবেদনও করছেন। ভর্তি বিজ্ঞপ্তিতে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, এইচএসসি ও সমমানের সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সিলেবাসের বিষয়টি অনেক আগেই ঠিক করা হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হবে। এটি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

Classes begin in full swing in the middle of this month. The Education Minister Said That Classes Will Start In Full Swing At The Secondary Level In The Middle Of This Month. Deepu Mani. He said this while replying to a question from reporters after inaugurating the ‘Study in India Education Fair-2022’ at a private hotel in the capital Gulshan on Friday (March 4) morning. Speaking on the occasion, the Education Minister said that the bond between the two countries will be strengthened to increase the educational opportunities for students in India and Bangladesh. We want the entire region to move forward overall with education. As many problems as there are in South Asia, including poverty, students should come forward to solve all the problems.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group