শিক্ষা খবরশিক্ষা নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলবে ১৯ রমজান পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলবে ১৯ রমজান পর্যন্ত।পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতিসহ শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা চলবে আগামী ১৯ রমজান পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ১৯ রমজান পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৫ রমজান পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

Classes and examinations at Rajshahi University will continue till the 19th of Ramadan. Office hours of Rajshahi University have been rescheduled on the occasion of the holy month of Ramadan. According to the new schedule, the offices will be open from 9 am to 3 pm. For the Johar prayers, there will be a weekly holiday on Friday and Saturday with a break from 1.30 pm to 2 pm as usual. Class examination at Rajshahi University (RU) will continue till next 19th of Ramadan. Professor Pradeep Kumar Pandey, the administrator of the university’s public relations department, confirmed the information. According to the holiday list of Rajshahi University, the class examination will continue as usual. As such, class examinations will continue till the next 19th of Ramadan and office activities will continue till the 25th of Ramadan.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group