বিসিএসশিক্ষা নিউজ

৪০তম বিসিএসের ফল আগামী মাসেই

৪০তম বিসিএসের ফল আগামী মাসেই। ৪০তম বিসিএস পরীক্ষা করোনাভাইরাসের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। তবে পিএসসি চেষ্টা করছে খুব অল্প সময়ে এই বিসিএস শেষ করতে চায়। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পেছানো হয়।৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী মার্চে দেয়া হবে। বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএস আন্তরিকভাবে শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসসি। আগামী মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের ইচ্ছা আছে আমাদের। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।

The results of the 40th BCS will be held next month. The 40th BCS exam has been repeatedly interrupted due to coronavirus. Due to the increase in the incidence of Corona, many times it had to be postponed and started again. But the PSC is trying to finish this BCS in a very short span of time. A total of 1,903 cadres will be taken in the 40th BCS. It will recruit 200 people in the administration cadre, 72 in the police, 25 in foreign affairs, 24 each, 32 in customs excise, and about 800 in the education cadre. A total of 1,903 cadres will be recruited.

Earlier, on January 27 last year, the Bangladesh Public Service Commission (PSC) released the results of the 40th BCS written examination. In this, 10,964 people passed. The oral exam was scheduled to start on February 16 but was postponed due to the coronavirus. The final results of the 40th BCS will be given in March. Multiple sources in the Bangladesh Work Commission (PSC) have confirmed this information. Chairman of the PSC Md. Sohrab Hossain said the PSC is making its best efforts to end the 40th BCS sincerely. We intend to publish the final results by March next year. That’s what we’re working on.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group