বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ধাপে মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ধাপে মেধাতালিকা প্রকাশ।মেধা তালিকায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ বেলা ২টা পর্যন্ত সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। আর যারা অপেক্ষমাণ তালিকায় রয়েছে ওইদিনই দুপুর ২টা থেকে আসন খালি থাকা সাপেক্ষে তাদের সাক্ষাতকার ও তাৎক্ষণিক বিভাগ দেওয়া হবে। তাদের ১৪ই মার্চ এর মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। এরপরও আসন খালি থাকলে ওইদিনই পরের মেধাতালিকা প্রকাশ করা হবে।(৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়। গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ভর্তি সম্পন্ন হয়। চতুর্থ ধাপে আরবি ভাষা ও সাহিত্য এবং চারুকলা বিভাগ বাদে মোট ১ হাজার ৯৮৬ আসনের মধ্যে ৪৬৮টি আসন খালি থাকে। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ জানা যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্যে থেকে পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তিন ইউনিটের পঞ্চম মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।মেধাতালিকায় থাকা ৬২ জন শিক্ষার্থীকে বিভাগ না দিয়ে তাদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তালিকায় ‘এ’ ইউনিটে ১৫০ থেকে ১৬৪, ‘বি’ ইউনিটে ২৩৫ থেকে ২৬৯ এবং ‘সি’ ইউনিটে ৮৭ থেকে ১০০ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীরা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।

Publication of merit list in the fifth step in Islamic University. Interviews will be held till 2 pm on 13th March. And those who are on the waiting list will be given an interview and an immediate section on the same day subject to vacancies from 2 pm. They have to complete the admission by 14th March. If the seats are still vacant, the next merit list will be published on the same day. (March 9) This information is available from the website of the university. The fourth phase of admission was completed on 26 February. In the fourth phase, apart from the Arabic language and literature and fine arts department, out of a total of 1,096 seats, 48 ​​seats are vacant. Vacancies in the University, Admission, and all related information can be found on the University website (www.iu.ac.bd).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group