বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু সাক্ষাৎকারে ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু সাক্ষাৎকারে ভর্তি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষের শূন্য আসনে মেধাক্রমের ভিত্তিতে ভর্তির জন্য সাক্ষাৎকার আজ বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য বরাদ্দ যোগ্য মোট শূন্য আসন সংখ্যা ১৯০টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৭১টি ও ‘বি’ ইউনিটে ১৯টি আসন রয়েছে।সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে নিয়ে আসতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ সালে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ‘এ’ ইউনিটে (মেধাক্রম ৭৬৫২ থেকে ১২০০০) এবং ‘বি’ ইউনিটে (মেধাক্রম ২৫১৭ থেকে৩৫০০) বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে পূরণের জন্য পুনরায় সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে।পরে বিকাল ৫টায় বিষয় বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তীতে ৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফিস জমা দেওয়া যাবে।

এরপর আগামী ৮ মার্চ সকাল ১১টায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এ’ ইউনিটের সাক্ষাৎকার ৩ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে এবং ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার একইদিনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন বিভাগ অনুষ্ঠিত হবে।

Admission to Jagannath University begins today in the interview. The interview for admission on a merit-based basis for vacant seats of graduation first year in 2020-21 at Jagannath University (JU) will be held on Thursday (March 3). The total number of vacant seats allotted for admission according to the merit order is 190. Of these, there are 171 seats in the ‘A’ unit and 19 seats in the ‘B’ unit. The students appearing for the interview will be allotted subject to the vacancy of seats according to the merit order. For the interview, you have to download the prescribed form from the university’s website and fill it out.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group