ভর্তি তথ্যশিক্ষা নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষার আগে করণীয়

মেডিকেল ভর্তি পরীক্ষার আগে করণীয়।২০২১-২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র সাতদিন বাকি। এ সময় সবাই ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। ভর্তি প্রস্তুতি যেমনই হোক না কেন পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন সকালে একজন ভর্তিচ্ছুর কি করা উচিত সেটি নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের আয়োজন।প্রথম ৩০ মিনিটে ৫৮-৬০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে হবে। পরের ২০ মিনিটে বাকি ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। শেষ ৮-১০ মিনিট রিভিশন এবং উত্তর না দেওয়া প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। কোনো একটি প্রশ্ন না পারলে সেটির পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না।

পরীক্ষার আগের দিন করণীয়: মূল পরীক্ষার আগে প্রস্তুতি শেষ করা জরুরি। পরীক্ষার ঠিক আগের দিনটিতে বেশি পড়ালেখা করার কোনো দরকার নেই। রিলাক্স মুডে থাকতে হবে। নিজের সিট কোথায় পড়ল সেটা একবার দেখে আসাটা বুদ্ধিমানের কাজ। কারণ পরীক্ষার দিন সকালে অনেকেই সিট খুঁজে পান না। ফলে কোথায় সিট পড়েছে সেটি দেখে আসতে পারলে আর টেনশনে পড়তে হবে না।

পরীক্ষার দিন করণীয়: যেখানে তোমার সিট পড়েছে, সেই হল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রবেশ করতে হবে। ধীর স্থির হয়ে বসে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কলম, পেনসিল, ইরেজার, প্রবেশপত্র টেবিলে রেখে পরীক্ষক প্রশ্নপত্র তোমাকে দেওয়ার পর সাবধানে নির্ধারিত ঘরগুলো পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই যেন ওএমআর ফরমের নির্ধারিত ঘরগুলো পূরণে ভুল না হয়, সেদিকে খুব সতর্ক থাকতে হবে।

What to do before the medical admission test. There are only seven days left for the medical admission test of 2021-22. At this time everyone is busy preparing for the last time. No matter what the preparation for admission is, there are many questions in the minds of many about what a student should do on the day before the exam and on the morning of the exam day. We are organizing today to answer these questions of the students. In the first 30 minutes, you have to answer 56-60 MCQ questions. The remaining 40 questions have to be answered in the next 20 minutes. Last 8-10 minutes revision and try to solve unanswered questions. If you can’t find a question, you can’t waste time on it.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group