বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফলাফল ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। কাল আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ‘গ’ ইউনিটের ফল ঘোষণা করবেন। এরপর দিন অর্থাৎ ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

ঢাবির ‘ঘ’ ইউনিট রেজাল্ট 2022

যেভাবে পাওয়া যাবে ঢাবি ‘ঘ’ ইউনিটের ফলাফল ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। Dhaka University Admission B Unit Result 2021 – KA, KHA, GA, GHA Unit

এছাড়াও যেকোনো মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে DU <Space> GHA <Space> Roll (লিখে) ১৬৩২১ নাম্বারে সেন্ড করলে ফিরতি এসএমএসে ফলাফল, সাক্ষাৎকারের তারিখ ইত্যাদি জানা যাবে।

The results of the admission test of Dhaka University’s ‘D’ unit will be released next Wednesday (November 24). All preparations have been completed to publish the results. On Monday (November 22) at noon, the matter was confirmed to The Daily Campus by the convener of the online admission committee of DU, Prof. Dr. Md. Mostafizur Rahman. He said that the results of the ‘C’ unit will be released on Tuesday. Tomorrow, the Vice-Chancellor will officially announce the results of the ‘C’ unit.

The results of the ‘D’ unit will be released on Wednesday (November 24). Incidentally, on 23rd October, the admission test of the ‘D’ unit was held in 8 divisional cities of the country including Dhaka from 11:00 am to 12:30 pm. One lakh 15 thousand 81 people applied to participate in the admission test in this unit. And more than 72 thousand students participated in the admission test.

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group