ভর্তি তথ্যশিক্ষা নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

মেডিকেল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল।আগামী ১ এপ্রিল ২০২১-২২ সালে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন। যা মেডিকেলের ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ড।এদিকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। এসব আসনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ৮৭টি আসন এবং উপজাতি কোটায় আবেদনকারীরা পাবেন ৩৩টি আসন। আসনের বিপরীতে এবার ভর্তিযুদ্ধে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় আসন প্রতি ৫ জন করে শিক্ষার্থী বেড়েছে। চলতি বছর সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়। আগামী ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।২০২০ সালে অটোপাস ও এ বছর মাত্র তিন বিষয়ে পরীক্ষার কারণে অন্যান্য বছরের তুলনায় জিপিএ পাঁচ বেড়েছে।

গত বছর বিজ্ঞানে জিপিএ ফাইভ ছিলো ১ লাখ ২৩ হাজার ৬২০ জন। এ বছর জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকায় মেডিকেলে ভর্তিচ্ছুর সংখ্যাও বেড়েছে। করোনার কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ায় সরকার ২০২০ সালে অটোপাস ও ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা নেয়। বাকী বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হয়।

Medical Admission Test will be held on 1st April. Admission test for MBBS first year of Government-Private Medical College will be held on 1st April 2021-22. 1 lakh 43 thousand 630 people have applied for medical admission this year. Which is a record in the history of medical admission tests. Meanwhile, there are 4,350 seats in 36 government medical colleges. Out of these seats, applicants will get 6 seats in the Muktijoddha quota and applicants will get 33 seats in the tribal quota. This time 33 students will fight for admission against the seats.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group