জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর দেখে নিন যা ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে। National University Honours Admission Application Related Question and Answer 2021.

প্রশ্নঃ ২০২০-২০২১এর ভর্তি আবেদন কবে শুরু?
উত্তরঃ ৮জুন থেকে শুরু হবার কথা ছিল কিন্ত করোনার কারনে তা স্থগিত রাখা হয়েছে।

-প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে ?
উত্তরঃ
যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে বা আপনি নিজেও অনলাইনে করতে পারেন ।
প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে ?
উত্তরঃ

SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার।
প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয়?
উত্তরঃ
১টি।
প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায় ?

উত্তরঃ
যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন। আপনার ইচ্ছা। চাইলে ১টা ও দিতে পারেন।
-প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে?
উত্তরঃ
হ্যা যাবে।তবে ১বার।কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে দিলে আর যাবে না।
-প্রশ্নঃ ,আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
উত্তরঃ
তারিখ এখনো দেওয়া হয় নাই।
প্রশ্নঃআবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যাইতে হবে ?
উত্তরঃ

হ্যা।
প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো ?
উত্তরঃ
যে কলেজটা চয়েজ দিছেন ঐটাতে।

প্রশ্নঃজমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো ?

উত্তরঃ
ssc ও hsc এর রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কশীট) এর ফটো কপি এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি।(যদি কলেজের নোটিশ বোর্ডে ছবি চায়)
প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা ssc এর ফটোকপিটাও নাই। তাহলে কি করবো ?

উত্তরঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে।
প্রশ্নঃকাগজ গুলোকি সত্যায়িত করতে হবে ?

উত্তরঃ
কলেজের নোটিশ বোর্ডে যদি কাগজপত্র সত্যায়িত করে চায় তবে দিতে হবে।
-প্রশ্নঃ কাগজগুলোর কত কপি করে জমা দিতে হবে ?
উত্তরঃ
২ বা ৪ কপি করে।
প্রশ্নঃ কাগজ গুলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে ?
উত্তরঃ

হ্যা…আবেদন পত্র দুটি অংশ থাকবে।১টি কলেজের অপরটি স্টুডেন্টদের।দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।যেদিন জমা দিবেন সেদিনের তারিখ দিয়ে।কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে।
প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
উত্তরঃ

হ্যা ১টি মেসেজ আসবে।
প্রশ্নঃ যদি মেসেজ না আসে ?
উত্তরঃ

মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group