বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত আবেদন ফি বাড়ল ৩৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত আবেদন ফি বাড়ল ৩৫০।গতবারের মতো পরীক্ষা কেন্দ্র ঢাকা ছাড়া সাতটি বিভাগীয় শহরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবার ভর্তিচ্ছুদের আবেদন ফি ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। আগের বার ছিল ৬৫০ টাকা। পরীক্ষার জন্য ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১০০০ টাকা পরিশোধ করতে হবে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) যেকোনো একটির মাধ্যমে।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সালের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। ভর্তির চূড়ান্ত তারিখ হলো-গ ইউনিট ৩ জুন, খ ইউনিট ৪ জুন, ক ইউনিট ১০ জুন, ঘ ইউনিট ১১ জুন ও চ ইউনিট ১৭ জুন।

The final application fee has been increased to 350 for the date of admission test at Dhaka University. This time the application fee has been increased to Tk 350. The previous time it was 750 rupees. For the exam, you have to pay a total of 1000 rupees including 958 rupees 50 paise, an online service charge of 30 rupees, and a bank payment service charge of 13 rupees 50 paise through any one of the four state-owned commercial banks (Sonali, Agrani, Janata, and Rupali).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group