জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রিলিজ স্লিপ নিয়ে কিছু প্রশ্ন ও এর উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে। নিম্নে দেখে নিন কিছু প্রশ্ন এবং এর জবাব। National University Masters Admission Release Slip Related Question and Answer Given Below.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর ২০২৪

প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?
উত্তর: যে সকল শিক্ষার্থী-
(i) পয়েন্ট দ্বারা উত্তীর্ণ হয়নি
(ii) ভর্তি বাতিল করেছে,
(iii) মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সকল
শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৩টি কলেজে আবেদন করে ১টি কলেজে ভর্তির হওয়ার সুযোগ পাবেন।
আবেদন শুরু ১৯/১২/২০২৪ থেকে ৩১/১২/২০২৪ পর্যন্ত আবেদন চলবে।

মাস্টার্স রিলিজ স্লিপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর


 প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারব?
উত্তর: হ্যাঁ পারবেন। ঐ কলেজসহ
সর্বমোট ৩টি কলেজে নির্বাচন করে আবেদন করতে পারবেন সিট খালি থাকা সাপেক্ষে।
.
প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে এবং এটি কলেজ থেকে দেয়া হয় না।
.
 প্রশ্ন-০৪: রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই এটি আপনার কাছে রেখে দিবেন।
.
প্রশ্ন-০৫: আমি কোন ৩ টি কলেজ নির্বাচন করব?
উত্তরঃ আপনার ইচ্ছানুযায়ী যে কোন এলাকার যে কোন কলেজে অর্থাৎ সমগ্র বাংলাদেশের যেকোনো ৫ টি কলেজে আবেদন করতে পারবেন, কম ও না বেশি ও না।

 প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানব?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ২-৩ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল/ অনলাইনে থেকে এসএমএস দিয়ে ফলাফল জানতে পারবেন।
.
প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ রেজাল্ট ও কলেজে কেমন সিট খালি আছে তা দেখে করলে আসার সম্ভবনা আছে।
.
 প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা,রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?
উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে রিলিজ স্লিপ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ওয়েবসাইট বা লিংক দেওয়া থাকবে সময় মত এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে অথবা, কম্পিউটার দেকানে গিয়েও করা যাবে।
.
প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে?
উত্তর: আপনার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে।
.
প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মোট ৩ টা (সর্বোচ্চ) কলেজ চয়েস দেওয়া যাবে।
.
প্রশ্ন-১১: কোন কলেজে কোন বিষয় কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখাবে।
.
প্রশ্ন-১২: মার্স্টাসে ১ম মেরিট লিস্ট-এ যে কলেজ এসেছে, সেটাতে ভর্তি হইনি , রিলিজ স্লিপ নিতে পারবো?
উত্তরঃ হ্যা, পারবেন।
.
প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে কলেজ পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?
উত্তরঃ না চেঞ্জ করা যাবে না, তবে ভর্তি না হয়ে যদি ২ য় রিলিজ স্লিপ দেয় তাহলে আবার আবেদন করে নতুন কলেজ চয়েস দিতে পারবেন,তবে এটা খুব রিস্কি।
.
প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়.. তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিতে পারে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group