ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশে ভর্তির শেষ ধাপে ফল প্রকাশ রাতে

একাদশে ভর্তির শেষ ধাপে ফল প্রকাশ রাতে।বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য পঞ্চম বা সর্বশেষ ধাপের ফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশিত হবে। ইতোমধ্যে এ ধাপের আবেদন গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফল দেখতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।এদিন রাত আটটায় কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ করা হবে। এর আগে গত মঙ্গলবার এ ধাপের আবেদন গ্রহণ শেষ হয়েছে।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি, ভর্তির মনোনয়ন পেলেও ৭ মার্চের মধ্যে কলেজে নিশ্চায়ন করতে পারেননি বা ভর্তি হতে পারেননি এবং ২০২১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা পঞ্চম ধাপে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করার সুযোগ পেয়েছিলেন।চার ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হলেও বেশ কিছু শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় পঞ্চম বা সর্বশেষ ধাপে অনলাইনে ফের ভর্তির আবেদন করার সুযোগ দেয়া হয়েছিলো। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পঞ্চম ধাপের পর একাদশে ভর্তির আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে অনুসারে আবেদন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ দশটি আবেদন করতে হবে।

The results of the last stage of admission in class XI will be published at night. The results of the fifth or last step for admission of class XI students in various colleges and madrasas will be published on Thursday night. The application for this step has already been accepted. Students and parents will be able to view the results on the Central Admissions website on Thursday night. Earlier, the application for this step was accepted last Tuesday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group