বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্যভর্তি রেজাল্ট

প্রকৌশল গুচ্ছের ভর্তি রেজাল্ট ২০২২

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এ ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা প্রকৌশল গুচ্ছের ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd/) লগ-ইন করে এই ফল দেখতে পারছেন।

এর আগে, ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে বুয়েটের পর।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পর তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চলতি সপ্তাহের শুরুতে ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠকে বসেন প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা না হলেও বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করেছি। পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।সম্প্রতি সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি দেয় ইউজিসি। ইউজিসির ওই চিঠিতে সাড়া দিয়ে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

প্রকৌশল গুচ্ছের ভর্তি রেজাল্ট ২০২২

প্রকৌশল গুচ্ছের ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd/) লগ-ইন করে এই ফল দেখা যাবে।

Combined Admission Test of CUET, KUET and RUET
Session : 2021-2022 Admission Notice

Merit List of Engineering Departments and URP Department
Merit List of Architecture Department
Merit List of Small Ethnic Group (Engineering Departments and URP Department)
Merit List of Small Ethnic Group (Architecture Department)
Merit List of Small Ethnic Group Bandarban District (Engineering Departments and URP Department)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বুয়েটের ভর্তি পরীক্ষার পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।এদিকে ওই সভায় ২০২১-২২ সালে প্রকৌশল গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার বিষয়ে মত দিয়েছেন উপাচার্যরা। উপাচার্যদের এই অভিমত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

The admission test for the engineering cluster will be held after BUET. After Bangladesh University of Engineering (BUET), a policy decision has been taken to conduct a bunch of admission tests of three engineering and technology universities. The decision was taken at a recent meeting on the engineering group’s admission test. Earlier this week, vice-chancellors of engineering-clustered universities held a meeting on the 2021-22 admission test. Although the date of the admission test has not been decided in that meeting, it has been decided to hold the admission test of the engineering cluster within a week of the completion of the admission test of BUET.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group