ভর্তি তথ্যশিক্ষা খবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ প্রকাশ

২য় মেধা তালিকা ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে পাবিপ্রবিতে । পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টারে ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ করা হয়।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক ও স্কলারশীপ শাখার উপরেজিস্ট্রার মোঃ আবদুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২য় মেধা তালিকা ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর দেখা গেছে এ ইউনিটে ২৩৪০ মেরিট লিস্ট পর্যন্ত, আর্কিটেকচার ৪৮ মেরিট লিস্ট পর্যন্ত, বি ইউনিট ৫৭৫ মেরিট লিস্ট পর্যন্ত এবং সি ইউনিটে ৪০৮ মেরিট লিস্ট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।

এদিকে প্রথম পর্যায়ের ভর্তি শেষে (২৩ থেকে ২৫ জানুয়ারি) এ ইউনিটে এখনো ৪২৯টি সিট, বি ইউনিটে ২৪৭টি, সি ইউনিটে ৮১টি সিট ফাঁকা আছে। ২য় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৩০,৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারীর (রবিবার, সোমবার,মঙ্গলবার) সকাল ১০.০০টা থেকে বিকেল ৫.০০টার মধ্যে অনলাইনে নির্ধারিত ফি এবং স্ব স্ব হল,অনুষদ ও বিভাগে নির্ধারিত ফিসমূহ জমাদানের জন্য বলা হয়েছে।

The date of admission of 2nd merit list has been published in Pabiprabi. Pabna University of Science and Technology has published the 2nd merit list for admission in the 1st semester of 2020-21 academic year. The 2nd merit list of the 1st year admission was published on the website of the university on Wednesday evening. At the same time, in a circular signed by the Registrar Md. Abdul Majid of the Academic and Scholarship Branch of the Registrar’s Office of the University, the date of admission of 2nd Merit List has been announced. And subjects up to 406 merit list in C unit. Meanwhile, at the end of the first phase of admission (January 23 to 25) there are still 429 seats vacant in the A unit, 246 in the B unit, and 71 in the C unit. Students placed in the 2nd merit list are asked to submit the prescribed fees online and their respective halls, faculties, and departments on January 30, 31, and February 1 (Sunday, Monday, Tuesday) from 10.00 am to 5.00 pm.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group