ভর্তি তথ্য

ঢাকা কলেজে ভর্তি শুরু ৮ জানুয়ারি থেকে

একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা কলেজ। কলেজে বিজ্ঞান বিভাগের মোট জন্য নূন্যতম জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৭৫ এবং মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ৯০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ ও মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। আগামী ৮ জানুয়ারি থেকে অন্যান্য কলেজের সাথে কেন্দ্রীয়ভাবে ঢাকা কলেজে ভর্তির আবেদন শুরু হবে।

Dhaka College has announced the admission of new students in class XI. The college has set a minimum GPA of 5 for the science department, a minimum GPA of 4.75 for the business education department, and a minimum GPA of 4.50 for the humanities department. 900 students will be admitted to the science department, 150 students to the business education department, and 150 students in the humanities department. Dhaka College authorities issued admission notification on Tuesday. The application for admission to Dhaka College along with other colleges will start on January 8.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group