শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা নিউজ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে। প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী সেপ্টেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় আমাদের নিজেদেরই পরীক্ষা নিতে বলেছিল। কিন্তু মন্ত্রণালয়কে জানিয়েছি, আমরা নিজেরা ব্যবস্থাপনায় থাকব, আর আগের মতো কারিগরি দিকটা দেখবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আমরা বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের কাছে আবার পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলে আমরা সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা নিতে পারব।’

প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে নিতে পারলে বাকি দুই ধাপের পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের মধ্যে নিতে পারব।’

নিয়োগপ্রক্রিয়ায় গতি আনতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ।

Read more old news: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চার ধাপে অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে। এই গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে সর্বনিম্ন ২১ বছর এবং করোনার কারণে সাধারণ ছুটি শুরুর তারিখ অর্থাৎ চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ৩২ বছর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্কুলগুলোকে চার ধাপে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার কেন্দ্র হিসেবে সবুজ সংকেত দিলেই নিয়োগ পরীক্ষা আয়োজনে আর কোন বাধা থাকবেনা।২০২০ সালের ১৯ অক্টোবর প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সাড়ে ৩২ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০টি এবং প্রাথমিকে ৬ হাজার ৯৪৭টি শূন্য পদের কথা উল্লেখ রয়েছে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০২০-এর লিখিত পরীক্ষা আগামী ৮, ১৫ ও ২২ এপ্রিল এবং ১৩ মে বিকেল ৩টায় গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।উল্লেখিত তারিখসমূহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি প্রদানের অনুরোধ করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছিলো কেন্দ্রীয়ভাবে এবার পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস এড়াতে ও দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করতে পরিবর্তন করা হয়েছে পরীক্ষা ব্যবস্থায়।

It has been decided to use your institute as a center for the written examination of teacher recruitment-2020 in government primary schools on April 8, 15, and 22 and May 13 at 3 pm. On the mentioned dates, you are requested to grant permission to use your institution as a center for taking the assistant teacher recruitment test. Sources in the Ministry of Primary and Mass Education and the Directorate of Primary Education said that the primary teacher recruitment test will be held centrally in five phases. Changes have been made in the examination system to avoid question paper leaks and to stop corruption and nepotism.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group