শিক্ষক নিয়োগ তথ্য

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 2023

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 2023 প্রকাশ করা হবে,এবার বাড়ছে আবেদন ফি! সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এই নিয়োগ শেষ করতে কিছু পরিবর্তনও আনা হচ্ছে। সে আলোকে অক্টোবর মাসের ২০ তারিখ এর মধ্যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এবার শিক্ষক নিয়োগের আবেদন ফি বাড়ছে বলে জানা গেছে।

জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিভাগগুলো সব জেলার উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

রাজস্বখাতভুক্ত ও জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে এ নিয়োগ নেওয়া হবে। তবে বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। প্রায় ৩৬ হাজার শিক্ষকের মধ্যে প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৩০০ নিয়োগ পাবেন। আর সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে ১০ হাজার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই মাস আগে এই কার্যক্রম শুরুর নির্দেশনা থাকলেও করোনা পরিস্থিতিতে শুরু করা সম্ভব হয়নি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 2023

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 2023

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন সাংবাদিকদেরকে বলেন, ‘প্রাক-প্রাথমিক পদ সৃজন করা হয়েছে। এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছি অধিদফতরকে। সহকারী শিক্ষকের শূন্য পদেও নিয়োগ দিতে বলা হয়েছে। দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করতে কাজ করছে ডিপিই।’

জানা গেছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ওয়েবসাইট আধুনিকায়ন করা হচ্ছে। ফলে এবার প্রার্থীর আবেদনের পর অটোমেটিক ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই-বাছাই হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে। নারী-পুরুষ উভয়ের শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি করা হয়েছে।

গত বছর আবেদন ফি ১৬৬ টাকা হলেও এবার বাড়ছে। তবে কত টাকা বাড়বে তা জানা যায়নি। বুয়েট ও টেলিটকের সহায়তায় আবেদন গ্রহণ, প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন এবং ফল প্রকাশ হবে।

ডিপিইর নিয়োগ শাখার উপ-পরিচালক আতিক বিন সাত্তার সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা নিয়োগ-সংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছি। আবেদন গ্রহণের ওয়েবসাইট ডেভেলপ (উন্নয়ন) করা হচ্ছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ Primary School teacher Jobs Circulr 2020 publish date 20 october.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group