শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা খবর

NTRCA শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

NTRCA শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আওতাভুক্ত বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তালিকা যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন যেকোনো সময় এই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করতে পারে এনটিআরসিএ। এটি হবে চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তি। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই যেকোনো সময়ে এর বিজ্ঞপ্তিটি জারি করবে এনটিআরসিএ।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করার ক্ষেত্রে দুই দফায় টাকা নেওয়া হয়। একটি হচ্ছে সনদ পাওয়ার জন্য। এ জন্য আবেদনের শুরুতে ৩৫০ টাকা নেওয়া হয়। আরেকটি হচ্ছে পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ পাওয়ার পর পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করার সময়। সে সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের জন্য ১০০ টাকা করে ফি নেওয়া হতো। চাকরিপ্রার্থী যত ইচ্ছা তত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। কেউ ৫০টি প্রতিষ্ঠানে আবেদন করলে তাঁকে দিতে হতো পাঁচ হাজার টাকা।
তবে এবার এনটিআরসিএ সনদ পাওয়ার পর চাকরিপ্রার্থীদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের নিয়মে কিছুটা বদলের সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী এবার একজন প্রার্থী সনদ পাওয়ার পর সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আগের নিয়মে এ জন্য তাঁর খরচ হওয়ার কথা ছিল চার হাজার টাকা।

কিন্তু এবার তা কমিয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এখানেই শেষ নয়। আবেদনের নিচে লেখা থাকবে ‘পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান, তাহলে যোগ দেবেন কি না?’ সেখানে প্রার্থী ‘হ্যাঁ’ বা ‘না’ বাছাই করতে পারবেন।

NTRCA শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022

NTRCA শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022

Read more মার্চের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি হতে পারে। সোমবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত কেউ যোগদান না করলে দ্বিতীয় মেধাতালিকা করে নিয়োগের সুপারিশ করা হবে।

এছাড়া ফেব্রুয়ারিতে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগের উদ্দেশে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর মার্চের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনামুল কাদের খান আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ৩৪ হাজার ৭৩ জনকে চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়েছে। এখনো ১৫ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান বলেছেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে মার্চের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদের সঠিক সংখ্যা বের করতে হলে সুপারিশপ্রাপ্তদের স্থায়ী নিয়োগ সম্পন্ন হতে হবে।

এছাড়া ভি রোল ফরম যারা পাঠায়নি তাদের জন্য শূন্য পদের সঠক তথ্য বের করা যাবে। এই কাজগুলো শেষ হলে চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করা হবে। গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পদে ৫৪ হাজার ৩০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় এবং আবেদন না করায় ১৫ হাজারের অধিক পদ ফাঁকাই রয়ে যায়। এদিকে এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, তিনটি কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পেছাবে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা, নতুন জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা এবং ভেরিফিকেশন ফরম না পাঠানো প্রার্থীদের পুনরায় সুযোগ দেয়া অন্যতম।

There could be a fourth mass release at the end of March. He made the remarks at an event organized at the International Mother Tongue Institute on Monday (January 31st). The appointment letters were handed over to the newly recruited teachers on the occasion. The NTRCA chairman said that if no one recommended in the third public notice joins, a second merit list will be recommended for appointment.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group