প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ভৌত রসায়নের বিশেষ বিষয়সমূহ প্রিমিয়াম সাজেশন মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৪ বিভাগঃ রসায়ন (৩১২৮০১)

ভৌত রসায়নের বিশেষ বিষয়সমূহ প্রিমিয়াম সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৪
বিভাগঃ রসায়ন (৩১২৮০১)

 

খ-বিভাগ
১। এসিড প্রভাবিত বিক্রিয়ার প্রোটোলাইটিক কৌশল বর্ণনা কর। ১০০%
২। সমসত্ত্ব ও অসমসত্ত্ব বিক্রিয়া হারের তুলনা কর। ১০০%
৩। X-ray ফটোইলেকট্রন বর্ণালি যন্ত্রের অত্যাবশ্যকীয় উপাংশের বর্ণনা দাও। ১০০%
৪। জ্বালানি কোষের পোলারায়নের কারণ বর্ণনা কর। ১০০%
৫। বিংহাম প্লাস্টিক কী? সৌরশক্তির কয়েকটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। ইউরিয়া ফরমালডিহাইড রেজিন কী? ইহার প্রয়োগ লিখ। ১০০%
৭। প্লাস্টিসাইজার কি? প্লাস্টিসাইজারের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৮। উল ও সিল্কের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। কৃত্তন পীড়ন ও কৃত্তন টান ব্যাখ্যা কর।
১০। ফিলার এবং ইনহিবিটরের মধ্যে পার্থক্য লিখ।
১১। পলিমারে প্রবাহ বর্ধক পদার্থ কাকে বলে? পলিমারের প্রবাহ কীভাবে বৃদ্ধি করা হয়?
১২। কন্ডাকটর পলিমার হিসেবে পলিঅ্যানিলিন-এর ব্যাখ্যা দাও।
১৩। ভিস্কোইলাস্টিসিটির জন্য স্বস্তি সময় নীতি ব্যাখ্যা কর।
১৪। পলিমার শৃঙ্খলের আইসোট্যাকটিক ও সিনডায়োটেকটিক কনফিগারেশনার-এর তুলনা কর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) উদাহরণসহ ব্যাপন নিয়ন্ত্রিত ও সক্রিয়ন শক্তি নিয়ন্ত্রিত বিক্রিয়া ব্যাখ্যা কর। ১০০%
(খ) প্রাইমারি লবণ প্রভাবের ব্যাখ্যায় ব্রনস্টেড-জেরাম সমীকরণটি প্রতিপাদন কর। ১০০%
২। (ক) মুখ্য লবণ প্রভাব ও গৌণ লবণ প্রভাব আলোচনা কর। ১০০%
(খ) 25°C তাপমাত্রায় জলীয় দ্রবণে ব্যাপন নিয়ন্ত্রিত দ্বিতীয় ক্রমবিক্রিয়ার অণুর ব্যাপন সহগ 5×10-°m²s-‘। বিক্রিয়ার ক্রান্তি দূরত্ব 0.4nm হলে ঐ বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় কর। ১০০%
৩। (ক) দ্রবণে বিক্রিয়ার ফেজে বিক্রিয়ার বেগের উপর দ্রাবকের ডাইইলেকট্রিক ধ্রুবকের প্রভাব আলোচনা কর। ১০০%

(খ) আদর্শ দ্রবণে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন কর। ১০০%
৪। (ক) অসমসত্ত্ব প্রভাবনের বিক্রিয়ার ক্ষেত্রে অবস্থান্তর অবস্থা তত্ত্ব আলোচনা কর। ১০০%
(
খ) ল্যাংম্যুরের পরিশোষণ সমতাপ রেখার সমীকরণটি প্রতিপাদন কর। ১০০%
৫। (ক) অসমসত্ত্ব প্রভাবনীয় বিক্রিয়ার কৌশল নিরূপণে যে সব বিষয় বিবেচনা করা হয়, তার বর্ণনা দাও। ১০০%
(খ) পৃষ্ঠতল প্রভাবিত বিক্রিয়ার ক্ষেত্রে ইলে-রিডিয়াল কৌশল এর গতিবিদ্যা বর্ণনা কর। ১০০%
৬। (ক) কঠিন পদার্থের পৃষ্ঠের প্রকৃতি নির্ণয়ে অতিবেগুনি ফটোইলেক্ট্রন বর্ণালিমিতি (UPS) পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) অগার-ইলেকট্রন বর্ণালীমিতির মূলনীতি আলোচনা কর। ১০০% ৭
। (ক) পলিমারের ক্রিস্টালাইট গঠনের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ বর্ণনা কর। ১০০%
( খ) কেলাসন মাত্রা কী? কেলাসন মাত্রা কীভাবে নির্ণয় করা যায়? ১০০%
৮। (ক) পলিমার ফিল্ম প্রস্তুতকরণে বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) ক্রসসংযোগ কী? ভলকানাইজেশনের কৌশল বর্ণনা কর। ৯৯%

৯। (ক) পলিঅ্যামাইডের চেয়ে পলিঅ্যাস্টারের গলন তাপমাত্রা কম কেন? ব্যাখ্যা কর। ৯৯%
(খ) নিউট্রনিয়ান ও অ-নিউট্রনিয়ান ফ্লুইডের পার্থক্য লিখ। ৯৯%
১০। (ক) সাংশ্লেষিক রাবার এর গুরুত্বপূর্ণ ধর্মসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) পলিঅ্যাসিটিলিন পলিমারের প্রস্তুতি, ধর্ম ও প্রয়োগ বর্ণনা কর। ৯৯%
১১ । (ক) আদর্শ ফ্লুইডের ক্ষেত্রে ড্রাসপট মডেল ব্যাখ্যা কর। ৯৯%
(খ) লেখচিত্রের সাহায্যে ডিস্কোইলাস্টিক আচরণের পাঁচটি অঞ্চল ব্যাখ্যা কর। ৯৯%
১২। (ক) কাচ রূপান্তর তাপমাত্রা কি? কাচ রূপান্তর তাপমাত্রা ও গলন তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখাও। ৯৯%
(খ) পলিমারের সালফার ভালকানাইজেশন ও বিকিরণ ভালকানাইজেশনের সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) তাপ ইনিঞ্জনের কর্মদক্ষতা বলতে কী বুঝ? একটি জ্বালানি কোষের দক্ষতা ও ইহার
তড়িচ্চালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন কর। ৯৯%
( খ) সৌর কোষ কী? একটি সৌর কোষের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ৯৯%
১৪ (খ) পৃষ্ঠতলে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার গতিতত্ত্ব বর্ণনা কর। ৯৯%
। (ক) প্রভাবক প্রস্তুতির ইপ্রেগনেটেড পদ্ধতির বর্ণনা দাও। ৯৯%
১৫। (ক) এক আণবিক অসমসত্ত্ব প্রভাবন বিক্রিয়ায় গতিবিদ্যা আলোচনা কর। ৯৯%

(খ) দ্বি-আণবিক পৃষ্ঠতল বিক্রিয়ার ল্যাংস্যুর-হিনশেলউড কৌশল ও গতিবিদ্যা আলোচনা
কর এবং ল্যাংস্যুর-রিডিল কৌশল
ও গতিবিদ্যার সাথে তুলনা কর। ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group