প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: বাংলা ২য় পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: বাংলা ২য় পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: বাংলা ২য় পত্র

ক. বিভাগ

ব্যাকরণ
অধ্যায় ১: ভাষা ও ব্যাকরণ
অধ্যায় ২: উচ্চারণ
অধ্যায় ৩: বাংলা বানান শব্দের শুদ্ধ প্রয়োগ
অধ্যায় ৪: শব্দ পদ, পদ প্রকরণ, ব্যকরণিক শব্দের শ্রেণীবিভাগ ও অনুচ্ছেদ
অধ্যায় ৫: উপসর্গ
অধ্যায় ৬: প্রকৃতি-প্রত্যয়
অধ্যায় ৭: সমাস
অধ্যায় ৮: বাক্য, বাক্য গঠন ও বাক্যের শ্রেণীবিভাগ
অধ্যায় ৯: শব্দ, শব্দের শ্রেণীবিভাগ ও শব্দের শুদ্ধরূপ, বাক্য শুদ্ধিকরণ ও অনুচ্ছেদের অপপ্রয়োগ
অধ্যায় ১০: ণত্ব বিধান ও ষত্ব বিধান
অধ্যায় ১১: বিরাম চিহ্নের ব্যবহার ও এক নজরে ব্যাকরনের সংক্ষিপ্ত সাজেশন্স
নির্মিতি
অধ্যায় ১: পরিভাষা ও পারিভাষিক শব্দ, অনুচ্ছেদ বাংলায় অনুবাদ
অধ্যায় ২: দিনলিপি বর্ণন
অধ্যায় ৩: অভিজ্ঞতা বর্ণনা
অধ্যায় ৪: ভাষণ ও প্রতিবেদন
অধ্যায় ৫: খুদেবার্তা/এস এম এস
অধ্যায় ৬: ই-মেইল
অধ্যায় ৭: পত্র লিখন
অধ্যায় ৮: সারাংশ/সারমর্ম
অধ্যায় ৯: ভাব-সম্প্রসারণ
অধ্যায় ১০: সংলাপ/কথোপকথন
অধ্যায় ১১: ক্ষুদে গল্প
অধ্যায় ১২: রচনা/প্রবন্ধ

১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :
ঐশ্বর্যবান
বিজ্ঞান
দীনবন্ধু
উদ্যোগ
আবৃত্তি
স্বাগত
শ্রম
অতিথী

২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
অতিথী, মনোপুত, আবিস্কার, পৈত্রিক, আকাংখা, স্বরস্বতী, বিভিষিকা, বুদ্ধীজিবী।

৩। (ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা, (খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর :
একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে – দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই – এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।

৪। (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি) :
আত্মজা, কার্য, ছেলেমি, জ্যান্ত, দর্পণ, নবানড়ব, শারীরিক, মিতালি।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
চিরসুখী, পলান্ন, বিশালাক্ষী, দেশান্তর, সাত-সতের, যথাবিধি, সপ্তর্ষি, মুখচন্দ্র।

৫। (ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।

অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :

অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।
6) বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
7) তাহারা মাঠে খেলা করছে।
8) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
মেয়েটি বেশ বুদ্ধিমান।
2) সব পাখিরা উড়ে গেল।
3) ‘গীতাঞ্জলী’ রবিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
4) তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল।

খ. বিভাগ

৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ :
Audio, Bulletin, Dialect, Urban, Eye-witness, Fiction, Skull, Leap-year, Para, Custom, Interpreter, Republic, Principle, Nursery, Vision.

৮। (ক) ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা কর।
অথবা, (খ) তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি কর।

৯। (ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদেবার্তা লেখ।
অথবা, (খ) সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখ।

১০। (ক) সারমর্ম লেখ :
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে,
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি না চাহে,
ধৈর্য ধরে থাকিস।

১১। (ক) ‘নিরাপদ সড়ক চাই’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ :
বৃত্তিমূলক শিক্ষা;
(ঘ) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন;
(ঙ) বিদ্যুৎ ও আধুনিক জীবন।
একুশ বাঙালির অহঙ্কার;
(খ) মাদকাসক্তির কারণ ও প্রতিকার;

The HSC exam is given below. And those who are only asking for passing marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good numberless will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from last year, so from the year onwards, you will have to read both the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group