শিক্ষা খবরশিক্ষা নিউজ

চুয়েটের ৩ মার্চ স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ

চুয়েটের ৩ মার্চ স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ। সকল ছাত্র-ছাত্রীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো চুয়েট, কুয়েট ও রুয়েট মিলে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২০-২১ সালে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, টার্ম-১) শিক্ষার্থীদের নবীনবরণ হবে আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার)।বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০ টায়।চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

March 3 is the first year of graduation from CUET. All the students have been requested to follow the proper hygiene rules and participate in the renewal ceremony. The results of the admission test were released on 16 November. After that, the admission process of the students started last 5th December. The first year (Level-1, Term-1) students of Chittagong University of Engineering and Technology (CUET) admitted in 2020-21 will be renewed on March 3 (Thursday). This information has been given in the notification signed by the public relations officer of CUET Muhammad Rashedul Islam on Thursday at 10 am.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group