প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন ও ব্যাখ্যা

এপ্রিলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন ও ব্যাখ্যা থেকে ১৫০ এর বেশী প্রশ্নোত্তর। একবার রিভিশন দিন। ২টি পোস্টে ৩০০ প্রশ্ন নিম্নে দেওয়া হল।

০১) পাশা-পাশি দুটি বর্ণের/ধ্বনির মিলনের নাম কী?
উত্তরঃসন্ধি।
উত্তরঃ
বাংলা ও বিসর্গ সন্ধি→২ প্রকার।
উত্তরঃসংস্কৃত বা তৎসম সন্ধি→৩ প্রকার
০২) “সৌম্য” শব্দের বিপরীত অর্থ কী?
উত্তরঃ
উগ্র।
০৩) যা কষ্টে অর্জন করা যায়–এক কথায় কী হবে?
উত্তরঃকষ্টার্জিত।
০৪) ‘সূর্য’ শব্দের ১টি প্রতিশব্দ কী?
উত্তরঃ
সবিতা/তপন/রবি/ভানুকর/দিবাকর
০৫) ‘অমাবস্যার চাঁদ’অর্থ কী?
উত্তরঃদুর্লভ বস্তু।
০৬) আগমন এর বিপরীত অর্থ কী?
উত্তরঃ
প্রস্থান বা নির্গমন।
০৭) জ্যোৎস্নারাত”কোন সমাস?
উত্তরঃকর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)
০৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তরঃ
মনঃতাপ
০৯) “নামায”কোন ভাষার শব্দ?
উত্তরঃফারসী বা ইরান দেশের ভাষা।
উত্তরঃ
এর আরবি শব্দ সালাত
১০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
উত্তরঃইংরেজি+ফারসি
১১) বৈরাগ্য সাধনে (—)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
উত্তরঃ
মুক্তি।
১২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তরঃধ্বনি।
১৩) জায়া ও পতি”দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী হবে?
উত্তরঃ
দম্পতি।
১৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
উত্তরঃমুমূর্ষু।
১৫) “চিনির পুতুল” বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ
পরিশ্রম কাতর।
উত্তরঃরমজান
১৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তরঃ৭টি।
১৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
উত্তরঃ
লেখ্য রীতি থেকে।
১৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
উত্তরঃঅব্যয়ীভাব সমাস
১৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ
ভাষান্তরের উপর।
২০) Your conduct admits(—)no excuse.
উত্তরঃ__of
২১) Divide the money(—-)the two boys.
উত্তরঃ__between.
২২) Kamal is good(—)cricket.
উত্তরঃ__at
২৩) Each of the sons followed(—)father’s trade.
উত্তরঃ__his.
২৪) I am fatigued(—)wide traveling.
উত্তরঃ__by.
২৫) What is the correct English translation of”সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে”?
উত্তরঃ__Culture is constantly evolving.
২৬) The word “practice is a/an—
উত্তরঃ__verb
২৭) The word “wonderful…
উত্তরঃ__adjective
২৮)”In black and white”এর অর্থ কী?
উত্তরঃ__In writing.
২৯) “Feed the baby (—)milk.
উত্তরঃ__on
৩০)”The baker’s dozen”অর্থ—-
উত্তরঃ__Thirteen.
নোটঃ Suman

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন ও ব্যাখ্যার উপর ৪০ পর্বের মধ্যে আজ ৭ম পর্ব
০১) বাঙালির “ম্যাগনাকার্টা”বলা হয় কাকে?
উত্তরঃ৬ দফা কে।
উত্তরঃ
মুক্তির সনদও বলা হয়।
উত্তরঃ১৯৬৬ সালে লাহোরে ঘোষণা হয়।
উত্তরঃ
৬ দফা দিবস ৭ জনু(এদিন ১১ জন শহিদ হয়)
০২) বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে?
উত্তরঃ১৯৫০ সালে।
০৩) ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী?
উত্তরঃ__SPARRSO(১৯৮০)
০৪) পায়রা বন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ
পটুয়াখালিতে।
০৫) বাংলাদেশের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ২ মার্চ ১৯৭১ সালে।
০৬) বাংলাদেশ প্রথম কত সালে গ্যাস উত্তোলন করেন?
উত্তরঃ
১৯৫৭ সালে।
০৭) বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের নাম কী?
উত্তরঃতুলা।
০৮) প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে?
উত্তরঃ
কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে।
০৯) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
উত্তরঃড.ফজলে কবির(২০১৬-বর্তমান)
১০) শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ__BSEC.
১১) Tariff Commission”কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের।
১২) অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে কতজন?
উত্তরঃ১০৭৭ জন।(২০২১ অনুযায়ী ১১৪০ জন)
১৩) বাংলাদেশে বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কততম?
উত্তরঃ
৭ম(২০১৬-২০২০)
উত্তরঃবর্তমানে ৮ম(২০২১-২০২৫)
১৪) বাংলাদেশের মানুষের বর্তমান(২০১৭) গড় আয়ু কত?
উত্তরঃ
৭০.৯ বছর।(বর্তমানে ৭২.৮ মাস)
১৫) “গম্ভীরা”বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
উত্তরঃচাপাই নবাবগঞ্জের/রাজশাহী/মালদহ
উত্তরঃনোট
রমজান__
১৬) বাংলাদেশের মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃময়মনসিংহে।
১৭) বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাবাষী ছিলেন?
উত্তরঃ
অস্ট্রিক।
১৮) বঙ্গভঙ্গ কার্যক্রর হয় কত সালে?
উত্তরঃ১৬ অক্টোবর ১৯০৫ সালে।
১৯) কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ
১৯৭২ সালে।
২০) বখতিয়া খলজি লক্ষণাবতী জয় করেন কত সালে?
উত্তরঃ১২০৪ সালে।
২১) সুর সম্রাট বলা হয় কাকে?
উত্তরঃ
ওস্তাত আলাউদ্দিন খানকে।
২২) বাংলাদেশের অংশে “সুন্দরবনের” আয়তন কত?
উত্তরঃ৬০১৭ বর্গকিলোমিটার
২৩) বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-গ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ
১৯৭৫ সালে।
২৪) NATO’ কোন ধরনের জোট?
উত্তরঃসামরিক জোট।
২৫)ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে?
উত্তরঃ__Samuel Johnson.
২৬) “Drems from my father”গ্রন্থটি কার?
উত্তরঃ
বারাক ওবামার।
২৭)পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব হতে মুক্ত কোন দেশ ও ধূমপান নিষিদ্ধ দেশ?
উত্তরঃভুটান।
২৮) আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা(IMO) এর বর্তমান সদস্য কত?
উত্তরঃ
১৭৪টি(বর্তমানে ১৭৫টি)
২৯) “WTO”এর বর্তমান সদস্যদেশ কতটি?
উত্তরঃ১৬৪টি।
৩০) “Bail out”বিষয়টি কিসের সাথে জড়িত?
উত্তরঃ
অর্থনীতির সাথে।

প্রাথমিক_শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন ও ব্যাখ্যার উপর ৪০ পর্বের মধ্যে আজ ৮ম পর্ব
০১) জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের(GI)নিবন্ধন দেয়?
উত্তরঃWIPO.
উত্তরঃ
১ম ভৌগোলিক পণ্য জামদানি
উত্তরঃ২য় ভৌগোলিক পণ্য ইলিশ
উত্তরঃ
মোট GI পণ্য ৯টি
০২)”The Golden House-২০১৭” উপন্যাসটির লেখক কে?
উত্তরঃসালমান রুশদি।
উত্তরঃ__The Satanic Verses(1988)ও
উত্তরঃ__Midnight Children’s(1981) তাঁর।
০৩)দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?
উত্তরঃ
হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)
০৪) “ASEAN”কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃদক্ষিণ-পূর্ব এশিয়ায়।
০৫) “ক্যাসাব্লাঙ্কা” কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ
মরক্কোর।
০৬)সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তরঃক্রোনা।
০৭)আরব উপদ্বীপের শহর “ইয়া-সরিব” এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?
উত্তরঃ
মদিনার।
০৮)বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
উত্তরঃইংল্যান্ডে।(পরবর্তী ভারত)
০৯) “ফুটবল খেলা” অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তরঃ
১৯০০ সালে।
১০) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তরঃ__RAM-এ
১১)আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।
১২) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__গ্যালাক্সি বলে।
১৩) “ধ্রুবতারা”কোথায় দেখা যায়?
__উত্তর-গোলার্ধে।
১৪) হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?
__২০৬২ সালে।
১৫) চিংড়ি”কোন পর্বের প্রাণী?
__আর্থ্রোপোডা।
১৬) কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?
__১২টি।
১৭) মানুষের দাঁত কত ধরনের?
__৪ ধরনের।
১৮) “হিপ্পার্কাস”ম্যাপ কী?
__নতুন মহাজাগতিক মানচিত্র।
১৯)কম্পিউটার বাসের গতি মাপা হয় —
__মেগাহার্টজে।
২০) “Big Bang’র ফলে কী সৃষ্টি হয়েছে?
__সময়,স্থান, শক্তি ও পদার্থ।
২১)”কেউ কিছু বলতে পারে না”মুনীর চৌধুরীর কোন ধরনের রচনা?
__অনুবাদ নাটক
২২)”নিমগ্ন”এর বিপরীত শব্দ কী?
__উদাসীন
২৩)”জাহান্নাম হইতে বিদায়”শওকত ওসমানের কোন ধরনের রচনা?
__উপন্যাস।(মুক্তিযুদ্ধভিত্তিক)
২৪)”আজকে নগদ কালকে বাকি”বাক্যে “আজকে”কোন কারকে কোন বিভক্তি?
__অধিকরণে ২য়া।
২৫)”কবর”কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__কল্লোল পত্রিকায়(১১৮টি চরণ)
২৬) He has no control(—)himself.
__over.
২৭) He is callous(—)his studies.
__to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)
২৮) Sober’শব্দের সমার্থক অর্থ কী?
__Sedate(শান্ত/সরল)
২৯)”At home”অর্থ কী?
__Familiar with(দক্ষ/পরিচিত)
৩০) দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
__২৮(X=7*16÷4=28)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর পর্ব ০৯
০১)একটি কলম ১৯০টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?
__২০০ টাকা।
০২) 9×2+24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__১৬
০৩)কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__অন্তঃকোণ।
০৪) সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কী বলে?
__সূক্ষ্মকোণ।
০৫) কোন ২টি বৃহৎ উপজাতি মাতৃতান্ত্রিক?
__গারো ও খাসিয়ারা।
০৬) সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
__বলেশ্বর।
০৭)”লালবাগ কেল্লার”পূর্বনাম কী?
__আওরঙ্গবাদ দুর্গ
০৮) মুক্তিযুদ্ধবিষয়ক”মন্ত্রণালয় কত সালে গঠিত হয়?
__২০০১ সালে।
০৯)”বটের”বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
__পাখির সাহায্যে।
১০) তেল বা চর্বি এক ধরনের কী?
__এস্টার।
১১)কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
__বেগুনি
১২)মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
__ভূ-পৃষ্ঠে।
১৩)কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।
১৪)এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরূভূমির নাম কী?(৪১তম বিসিএস)
__গোবি(চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত)
১৫)পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
__১ঃ২

১৬) উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__ট্যাকোমিটার।
১৭) কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
__৪৪টি।
১৮) “পাবলো পিকাসো” ছিলেন?
__স্প্যানিশ চিত্রশিল্পী(১৮৮১-১৯৭৩)
১৯) আন্তর্জাতিক রেডক্রসের সদরদপ্তর কোথায়?
__জেনেভায়।
২০)”এইসব দিনরাত্রি”নাটকটি কার?
__হুমায়ূন আহমেদের।
২১) শুদ্ধ বনান কোনগুলো?
__উন্মীলন,প্রণয়িনী,তেস্ক্রিয়া,
রৌদ্রকরোজ্জ্বল।
২২)”বিষবৃক্ষ”কোন সমাস?
__কর্মধারয়
২৩) যা পূর্বে ছিল এখন নেই”এক কথায় কী হবে?
__ভূতপূর্ব।
২৪)”আবাহন”শব্দের বিপরীত অর্থ কী?
__বিসর্জন।
২৫) “Vacant” শব্দের সমার্থক শব্দ কী?
__Blank
২৬)দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
__পূর্বাশা দ্বীপ।
২৭) মহামুনি”বিহার কোথায় অবস্থিত?
__চট্টগ্রামের রাউজানে।
২৮)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__সাদা।
২৯)কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
__১৮৭৭ সালে।
৩০) কোন মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়?
__শুঁটকী মাছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর পর্ব ১০
০১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
উত্তরঃঅক্টোপাসকে।
০২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
উত্তরঃ
১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।
০৩) “ঈগল পাখি” কোন সমাস?
উত্তরঃকর্মধারয়(ঈগল নামক পাখি)
০৪)”শিরে সংক্রান্তি”বাগধারাটির অর্থ–
উত্তরঃ
আসন্ন বিপদ।
০৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
উত্তরঃবিকিরণ।
০৬) ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ
২৬
০৭) কোন মুঘল সম্রাট “জিজিয়া কর” রহিত করেন?
উত্তরঃআকবর।
০৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৯৫৩ সালে।
০৯) বাংলাদেশ সরকার “পলিথিন ব্যবহার নিষিদ্ধ”করেন কত সালে?
উত্তরঃ২০০২ সালে।
১০)”সুমাত্রা”দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তরঃ
ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
উত্তরঃ______রমজান_____
১১) Verb of the “new” is__
উত্তরঃRenew.
১২)”তাসের দেশ”(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ
রবীন্দ্রনাথ।
১৩)”শিব মন্দির”(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃকায়কোবাদ
১৪) কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
উত্তরঃ
২০ দিন(২৫×৪০÷৫০=২০)
১৫) Noun of the word “Poor”—
উত্তরঃPoverty(দারিদ্র্য)
১৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
উত্তরঃ
সদৃশ ত্রিভুজ।
১৭)”Who opened the door” voice?
উত্তরঃBy whom was the door opened?
১৮)”Bag and baggage(তল্পিতল্পাসহ )
“idiom?
উত্তরঃ__Leaving nothing behind
১৯)”Loaves and fishes
(ব্যক্তিগত স্বার্থ)”idiom টির অর্থ?
উত্তরঃ__Personal grains.
২০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
উত্তরঃ
অনুক বহুব্রীহি সমাসের(কানে কলম)
২১)”রবীন্দ্রনাথের”প্রথম নাটকের নাম কী?
উত্তরঃপ্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)
২২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
উত্তরঃ
গৌরচন্দ্রিকা।
২৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
উত্তরঃকৃৎ প্রত্যয়।
২৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তরঃ
ম্যানোমিটার।
২৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
উত্তরঃ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।
২৬) ‘বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ
ইরানের।
২৭)”ম্যাকমোহন”লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
উত্তরঃভারত-চীন।
২৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ
চাঁপাইনবাবগঞ্জে।
২৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃম্যানিলায়(1966 12 August)
৩০) কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়?
উত্তরঃ
হোসেন শাহী

নোটঃ Md.Ramjan

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group