প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

সমষ্টিক অর্থনীতি প্রিমিয়াম সাজেশন মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪ বিভাগঃ অর্থনীতি ( বিষয় কোড: ৩১২২০৩)

মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪
বিভাগঃ অর্থনীতি
(সমষ্টিক অর্থনীতি বিষয়কোড: ৩১২২০৩)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। অর্থের চাহিদার নির্ধারকগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর। ১০০%
২। অর্থের চাহিদা সংক্রান্ত বোমলের ইনভেন্টরি পদ্ধতি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৩। IS রেখা স্থানান্তরের কারণগুলো উল্লেখ কর। ১০০%
৪। বাণিজ্য চক্রের পর্যায়সমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৫। ত্বরণ সহগ এবং মূলধন-উৎপাদন অনুপাতের সম্পর্ক নির্ণয় কর। ১০০%

৬। ভোগ সম্পর্কিত কুজনেট এর বাঁধা কী? তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%

৭। অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য’-ব্যাখ্যা কর। ১০০%
৮। ওকান বিধিটি ব্যাখ্যা কর। GNP ব্যবধান ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৯। মুদ্রাস্ফীতি ব্যবধান হ্রাসকরণে রাজস্বনীতির কার্যকারিতা পরীক্ষা কর। ৯৯%
১০। অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। অর্থনীতিতে কেন অভারসাম্য দেখা দেয়? ৯৯%

১২। স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৩। অর্থনৈতিক স্থিতিশীলতার উপাদানগুলো চিহ্নিত কর। ৯৯%
১৪। M1, M2, ও M3, ধারণাগুলো ব্যাখ্যা কর। ৯৯%
১৫। মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতা (MEI) এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ
১। (ক) গুণক ত্বরণের আন্তঃক্রিয়া কী? ১০০%
(খ) গুণক ত্বরণের আন্তঃক্রিয়া দ্বারা কীভাবে উৎপাদন, আয়ও কর্মসংস্থান প্রভাবিত হয়? ব্যাখ্যা কর। ১০০%

২। (ক) একটি খোলা অর্থনীতিতে কেন অস্থিতিশীলতা দেখা দেয়? ১০০%
(খ) দেখাও যে অস্থিতিশীলতা দূরীকরণের আর্থিক ও রাজস্বনীতির প্রয়োগ অর্থনীতিতে ‘নীতি সংকট’ সৃষ্টি করে। ১০০%

৩। (ক) সামষ্টিক অর্থনীতির চলকগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
( খ) সম্ভাবনাময় GNP ও বাস্তব GNP এর মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%

৪। (ক) LM রেখার সাথে সম্পর্কিত চলকগুলোর নাম লিখ। ১০০%

৫। (ক) ভোগের জীবন চক্র উপসিদ্ধান্তটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) ডুসেনবেরী কীভাবে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করেন, তা বিশ্লেষণ কর। ১০০%

৬। (ক) চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
(খ) বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি বিরাজমান? ১০০%

৭। (ক) সলো’র প্রবৃদ্ধি মডেলের সীমাবদ্ধতাগুলো কী? সলো’র প্রবৃদ্ধি মডেলটি ব্যাখ্যা কর। ১০০%
( খ) কাম্য পোর্টফোলিও রেখা কী? টোবিন এবং কেইনসের অর্থের চাহিদা তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%

৮। (ক) অপূর্ণ নিয়োগের ভারসাম্য কী? কীভাবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়? ১০০%
(খ) পূর্ণ নিয়োগের পূর্বেও ভারসাম্য অর্জিত হতে পারে-কেইনস কীভাবে তা প্রমাণ করেছে? ১০০%

৯। (ক) কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
( খ) কেইনসীয় ও ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বের মধ্যে তুলনা কর। ৯৯%

১০। (ক) LM রেখার ক্লাসিক্যাল ও কেইনসীয় অঞ্চল প্রদর্শন কর। ৯৯%
(খ) নিম্নোক্ত অবস্থায় LM এর স্থানান্তর দেখাও: ৯৯%
(i) অর্থের যোগান হ্রাস (ii) অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি

১১। (ক) অর্থের চাহিদা কী? অর্থের চাহিদা সংক্রান্ত বোমলের ইনভেন্টরি ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) ভোগের জীবনচক্র উপসিদ্ধান্তটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ৯৯%

১২। (ক) অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থিতিশীলতা কী? মুক্ত বাজার অর্থনীতিতে কিভাবে স্থিতিশীলতা অর্জিত হয়? ৯৯%
( খ) সমালোচনাসহ সলো প্রবৃদ্ধি মডেলটি ব্যাখ্যা কর। ৯৯%

১৩। (ক) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো কী কী? ৯৯%

১৪। (ক) একটি খোলা অর্থনীতিতে কেন অস্থিতিশীলতা দেখা দেয়? ৯৯%
বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
(খ) দেখাও যে, অস্থিতিশীলতা দূরীকরণে আর্থিক ও রাজস্বনীতির প্রয়োগ অর্থনীতিতে নীতিসংকট সৃষ্টি করে ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group