প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ব্যাস্টিক অর্থনীতি প্রিমিয়াম সাজেশন মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৪ বিভাগঃ অর্থনীতি বিষয়কোড: ৩১২২০১)

ব্যাস্টিক অর্থনীতি প্রিমিয়াম সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৪

বিভাগঃ অর্থনীতি বিষয়কোড: ৩১২২০১

খ-বিভাগ
১। “পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে শ্রম শোষণ নেই”-ব্যাখ্যা কর। ১০০%
২। কার্টেল ভেঙ্গে যায় কেন? দেখাও যে, পূর্ণ প্রতিযোগিতায় P = AR = MR. ১০০%
৩। সামাজিক কল্যাণ অপেক্ষক গঠনের সমস্যাগুলো কী কী? ১০০%
৪। “সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সব নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য নয়” -ব্যাখ্যা কর। ১০০%
৫। N-M উপযোগ সূচক কি? N-M উপযোগ সূচক গঠন কর। ১০০%
৬। স্লাটস্কি সমীকরণ কি? স্লটস্কি সমীকরণটি নিরূপণ কর। ১০০%
৭। প্রমাণ কর যে, কব-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সম উৎপাদন রেখাটি ডানদিকে নিম্নগামী। ১০০% ৮। বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৯। পরিবর্তনশীল অনুপাত বিধি ও মাত্রাগত উৎপাদন বিধির মধ্যে পার্থক্য লেখ।
১০। গতিশীল উপাদান-উৎপন্ন মডেল ধারণাটি ব্যাখ্যা কর।
১১। উপাদান উৎপাদন মডেলের ধারণাটি ব্যাখ্যা কর।
১২। প্যারেটো নন-কম্পারেবল অবস্থা কী? ব্যাখ্যা কর। ১৩। দ্বৈততা তত্ত্বের অর্থনৈতিক ব্যাখ্যা দাও।
১৪। কার্টেল কী? কার্টেল ভেঙ্গে যায় কেন?

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ
১। (ক) একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
( খ) কার্টেলের মাধ্যমে কীভাবে ভারসাম্য দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়? ১০০%
২। (ক) পে-অফ ম্যাট্রিক্স কী? দুই ব্যক্তির শূন্যমান ক্রীড়ায় কীভাবে ভারসাম্য অর্জিত হয়? ব্যাখ্যা কর। ১০০%
(খ) দেখাও যে, কব-ডগলাস উৎপাদন অপেক্ষক অয়েলার তত্ত্ব সিদ্ধ করে। ১০০%
৩। (ক) এ্যারোর অসম্ভাব্যতা তত্ত্বটির বর্ণনা কর। ১০০%
(খ) ভোগের ক্ষেত্রে বাহ্যিকতা কীভাবে প্যারেটো কাম্যতা অর্জনে বাধা সৃষ্টি করে? ১০০%
৪। (ক) সমালোচনাসহ ক্যালডর, হিক্স এবং সিটভস্কির ক্ষতিপূরণমূলক শর্তগুলো ব্যাখ্যা কর। ১০০%

(খ) দ্বিতীয় সর্বোত্তম তত্ত্বের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। (ক) কল্যাণ অর্থনীতি কি? ১০০%
(খ) সমাজকল্যাণ অপেক্ষক প্রয়োগ করে কিভাবে প্যারেটো কাম্যতার অনির্ণেয়তার সমস্যা দূর করা যায় চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) দাম প্রভাব হতে কীভাবে দাম ভোগ রেখা অংকন করবে? ১০০%
দেখাও যে, পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক। ১০০%
৭। (ক) উৎপাদন অপেক্ষক কি? ১০০%
( খ) দেখাও যে, কব-ডগলাস উৎপাদন অপেক্ষক CES উৎপাদন অপেক্ষকের একটি বিশেষ প্রতিরূপ। ১০০%
৮। (ক) উৎপাদকের ভারসাম্য বলতে কী বুঝ? ১০০%
(খ) একজন উৎপাদক সর্বনিম্ন খরচ সাপেক্ষ কীভাবে কাম্য উৎপাদন লাভ করে-গাণিতিক ব্যাখ্যাসহ উপস্থাপন কর। ১০০%
৯। (ক) একমাত্রিক কার্যক্রমে মৌলিক সমাধান ও কাম্য সমাধান কী? ৯৯%
(খ) একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১০ । অর্থনৈতিক মুনাফা, হিসাবগত মুনাফা ও স্বাভাবিক মুনাফার তুলনামূলক আলোচনা কর। ৯৯%

খ) উপাদান-উৎপাদন মডেলে অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
( ১১। (ক) সিমপ্লেক্স (simplex) পদ্ধতি কী? সিমপ্লেক্স পদ্ধতিটি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) সিমপ্লেক্স পদ্ধতিতে নিম্নের সমস্যাটি সমাধান কর: ৯৯%
সর্বোচ্চকরণ: n = 24×1 + 8×2
সীমা শর্ত: 2×1 + 5×2 ≤ 40
4×1+X220
10×1+5×2160
অঋণাত্মক শর্ত: X1, X250

১২। (ক) উপাদান-উৎপাদন বিশ্লেষণে বদ্ধ ও উন্মুক্ত মডেলের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
(খ) নিম্নে উপাদানসহগ ম্যাট্রিক্স ও চূড়ান্ত চাহিদা ভেক্টর দেয়া আছে- ৯৯%
(1) প্রযুক্তি ম্যাট্রিক্সক্স নির্ণয় কর।
(ii ) দ্বিতীয় কলাম সমষ্টির অর্থনৈতিক তাৎপর্য কী?
(iii) সঠিক উৎপাদন স্তর নির্ণয় কর।
১৩। (ক) উৎপাদনের অর্থনৈতিক পর্যায়টি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) অগ্রাধিকার পছন্দ তত্ত্ব থেকে নিরপেক্ষ রেখা প্রাপ্তির পদ্ধতি ব্যাখ্যা কর। ৯৯%

১৪। (ক) দুটো উপাদান, দুটো দ্রব্য এবং দুজন ভোগকারী অনুমান করে উৎপাদনের, ভোগের এবং একই সাথে উৎপাদন ও ভোগের সামগ্রিক ভারসাম্যের শর্ত ব্যাখ্যা কর। ৯৯%
(খ ) অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যায় সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সীমাবদ্ধতা বর্ণনা কর। ৯৯%
১৫। (ক) CES উৎপাদন অপেক্ষকের বিকল্পনায়ন স্থিতিস্থাপকতার মান কত? ৯০%
(খ ) কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের সাহায্যে মাত্রাগত উৎপাদন ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group