প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

ডিপ্লোমা চার বছর মেয়াদি কোর্সের প্রথম বর্ষের সিলেবাস প্রকাশ ২০২২

ডিপ্লোমা চার বছর মেয়াদি কোর্সের প্রথম বর্ষের সিলেবাস প্রকাশ ২০২২।প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড অপশনে সিলেবাস ও প্রবিধান মেন্যুতে সিলেবাস সংরক্ষিত আছে। সংশ্লিষ্টরা সে মেন্যু থেকে সিলেবাস ডাউনলোড করতে পারবেন।চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের সিলেবাস প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোসা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমের নতুন প্রবিধানের আলোকে কোর্স স্ট্যাকচার অনুসারে এ সিলেবাস তৈরি করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে এসব কোর্সের সিলেবাস প্রকাশ করা হয়।

image

The first-year syllabus of the diploma four-year course has been published in 2022. In a press release, the board has informed that the syllabus is stored in the syllabus and regulations menu in the download option on the website of the technical education board. Those concerned can download the syllabus from that menu. The technical education board has published the syllabus of the first year of various diploma courses for a period of four years. This syllabus has been prepared according to the course structure in the light of new regulations of the Diploma in Engineering, Diploma in Agriculture, Diploma in Forestry, Diploma in Fisheries curriculum. The syllabus of these courses is published on the website of the board.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group