উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

সংখ্যালঘুদের উপবৃত্তির আবেদন শুরু ৮ মার্চ থেকে

সংখ্যালঘু উপবৃত্তি পেতে আবেদন ৮ মার্চ থেকে।সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ চলছে। আগামী মঙ্গলবার (৮ মার্চ) পর্যন্ত এ উপবৃত্তি পেতে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে নির্ধারিত ফরমে এসব উপবৃত্তির আবেদন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের। এসব উপবৃত্তির আবেদনের দুইটি ফরম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী বৃহস্পতিবারের (১০ মার্চ) মধ্যে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে আবেদন অগ্রায়ণ করতে হবে স্কুল কলেজগুলোকে।

উপবৃত্তি পেতে নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের আবেদন আগামী ১০ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।এসব উপবৃত্তি পেতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ফরম নম্বর-১ পূরণ করে আবেদন করতে পারবে। আর একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ফরম নম্বর-২ পূরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরম নির্ধারিত সময়ে সংগ্রহ করে আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের বলেছে অধিদপ্তর।

এসব তথ্য জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তির আবেদন পাঠানোর আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি এবং কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা দুইটি ফরম প্রকাশ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, সশস্ত্র বাহিনী, প্রতিবন্ধী, অটিস্টিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তি দেয়া হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীর আগামী ৮ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দুটি ফরম প্রকাশ করা হয়েছে। ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

Application for minority stipend from March 8. Applications of students from minority communities, special needs, and small ethnic groups are being accepted to get scholarships. Students will have the opportunity to apply for this stipend till Tuesday (March 8). During this time, the students will have to submit the application for these scholarships in the prescribed form to their respective educational institutions. Two forms of application for these stipends have been published by the Department of Secondary and Higher Education. The school colleges will have to forward the application to the regional office of the directorate by Next Thursday (March 10).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group